‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে বাঁধন এরই মধ্যে বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। এশিয়ার সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার পর এবার ইউরোপ জয় করলেন বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। কান চলচ্চিত্র উৎসব তো বটেই, এ পর্যন্ত প্রতিবারই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার গ্রহণের সময় অভিনয় ও সিনেমার প্রশংসার পাশাপাশি আলোচিত হয়েছে বাঁধনের সাজ-পোশাক। বাঁধন এবার উৎসবের অন্য আয়োজনগুলোয় পশ্চিমা পোশাক গায়ে জড়ালেও পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে।
দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন ‘পাহাড়ি সিলভার গহনা’ থেকে নেওয়া রুপার গয়না। আর হাতে যে ব্যাগটি শোভা পাচ্ছিল তা লিদিয়া মে’র। নিউ ইয়র্ক ছাড়াও ঢাকায় লিদিয়া মে লাক্সারি ব্র্যান্ডের টিম কাজ করছে।
বাঁধন জানান, ‘শাড়ি পরে পুরস্কার গ্রহণের বিষয়টি এখানকার সবাই খুব প্রশংসা করেছে। কারণ আমি আমার দেশের পোশাকই বেছে নিয়েছি।’