হোম > নারী > আইনি পরামর্শ

স্বামী মারা যাওয়ার পর স্ত্রী-সন্তানের সম্পত্তির অধিকার কতটুকু?

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

প্রশ্ন: আমি একজন মুসলিম নারী। আমার একটি ছেলেসন্তান রয়েছে। আমার স্বামী বিয়ের পর দেশের বাইরে কাজ করতে যান। গত বছর তিনি সেখানে স্ট্রোকে মারা যান। তিনি মারা যাওয়ার পর থেকে আমি আমার সন্তানকে নিয়ে ভাইয়ের বাসায় থাকি। কারণ, স্বামীর মৃত্যুর পর আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সঙ্গে যোগাযোগ রাখেননি। এমনকি আমাদের খোঁজখবরও নেননি। আমার জানার বিষয় হলো, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী আর সন্তানের সম্পত্তির অধিকার কতটুকু? 
নাসিফা, নরসিংদী

উত্তর: একজন মুসলমানের মৃত্যুর পরমুহূর্তেই তাঁর সম্পত্তিতে ওয়ারিশদের অংশ সৃষ্টি হয়। কাজেই আপনার স্বামীর মৃত্যুর পর তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর আপনার এবং আপনার ছেলের অধিকার রয়েছে। কারণ, আপনারা তাঁর ওয়ারিশ। আপনার প্রশ্নে এ কথা স্পষ্ট নয় যে আপনার শ্বশুর ও শাশুড়ি জীবিত আছেন কি না। যদি বেঁচে থাকেন, তাহলে আপনি ও আপনার ছেলের সঙ্গে তাঁরাও আপনার স্বামীর সম্পত্তিতে অধিকার পাবেন। যেহেতু আপনার ছেলে আছে, তাই স্ত্রী হিসেবে মৃত স্বামীর সম্পত্তিতে আপনি ৮ অংশের ১ অংশ লাভ করবেন। আপনার শ্বশুর এবং শাশুড়ি থাকলে তাঁরা প্রত্যেকে পাবেন ৬ অংশের ১ অংশ। সম্পত্তির বাকিটা পাবে আপনার ছেলে। যদি আপনার শ্বশুর বা শাশুড়ি কেউ না থাকেন, তাহলে আপনি ৮ অংশের ১ অংশ এবং বাকি সম্পত্তি আপনার ছেলে পাবে। 

পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট

মানসিক ও আইনি সমস্যা বিষয়ে প্রশ্ন পাঠাতে পারেন চিঠি বা ই-মেইলে।
চিঠি পাঠানোর ঠিকানা বিভাগীয় সম্পাদক, নারী আজকের পত্রিকা বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল aj@ajkerpatrika.com

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

গম্বুজ তলে শব্দের মেলা, পাঁচ পাঠাগারের কাব্যিক অভিযাত্রা

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

আজকের রাশিফল: অহেতুক তর্কে মৌনতাই শ্রেয়, ঘর গোছাতে গিয়ে মাথা অগোছালো হবে

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ

অতিরিক্ত মিষ্টি বা খাবার খাওয়ার পর সামলে নেবেন যেভাবে

এক তরুণের হাত ধরে ভাগ্য ফিরল পুরো গ্রামের

শীতে ত্বক সজীব ও ব্রণ দূর করতে ব্যবহার করুন বেসনে তৈরি এ প্যাকগুলো

শীতকাল যেভাবে সেলিব্রেট করতে পারেন

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ