হোম > জীবনধারা

ঘর সাজুক উষ্ণ আলোয়

নাহিন আশরাফ

ঘরের সৌন্দর্য বাড়াতে ওয়ার্ম লাইট বা উষ্ণ আলো এখন জনপ্রিয় হয়ে উঠেছে। চোখের আরামের জন্য এবং ঘরের সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করতে ওয়ার্ম লাইটের জুড়ি নেই। তবে কৃত্রিম এই আলো দিয়ে ঘর সাজানোর আগে কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে।  

  • লাইট বসানোর আগে লাইটের সুইচ ও তার কোথায় বসানো হবে তা ভেবে নিতে হবে। এমন জায়গায় রাখতে হবে, যাতে তার সহজে চোখে না পড়ে। লাইটের পাশে তার জড়ো হয়ে থাকলে ঘরের সৌন্দর্য নষ্ট হবে।
  • লাইটিং কেমন হবে, তা নির্ভর করবে ঘরের আকারের ওপর। ঘরের আকার না বুঝে লাইটিং করলে বেমানান লাগতে পারে। অনেকে ঝাড়বাতি দিয়ে আলোকসজ্জা করেন। কিন্তু ঘর ছোট হলে ঝাড়বাতি কেনার আগে দেখতে হবে সেটা সিলিং লাগোয়া ছোট আকারের ঝাড়বাতি কি না। আর ঘর বড় হলে যেকোনো ধরনের ঝাড়বাতি বেছে নেওয়া যেতে পারে।
  • বেডরুমে ব্যবহার করা যেতে পারে একসেন্ট লাইট। একসেন্ট লাইট নির্দিষ্ট জিনিসকে হাইলাইট করে। রুমে বুকশেলফ থাকলে তা হাইলাইট করে একসেন্ট লাইটিং করা যেতে পারে। এ ছাড়া বেছে নেওয়া যেতে পারে ওয়াল ব্রাকেট। এটি সাধারণত জানালায় সেট করা হয়। অনেকে এখন ব্যবহার করছেন ওয়াল লাইট কিংবা স্পটলাইট।
  • ছবি কিংবা ঘরে রাখা গাছকে হাইলাইট করে স্পটলাইট সেট করতে পারেন। খাবারঘরের দেয়ালে হলুদের মতো উজ্জ্বল রং ব্যবহার করলে সৌন্দর্য আরও বেড়ে যাবে।
  • ঘরের কোণে ঝুলন্ত বাতি ভিন্নমাত্রা যোগ করতে পারে। বেডরুমে বিছানার পাশে একটা হালকা হলুদ ল্যাম্প রাখা যেতে পারে, যা ঘরের সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে ঘরকে উষ্ণ ও আরামদায়ক করে তুলবে।  

সূত্র: বেলা ভি ইন্টেরিয়র

কেনাকাটার আসক্তি দূর করবেন যেভাবে

বর্ষবরণে যেসব শুভ রঙে নিজেকে সাজাতে পারেন

কফি দিয়ে তৈরি ডেজার্ট দিয়ে শুরু হোক নতুন বছর

জেন আলফা বদলে দিচ্ছে আগামীর খাদ্যাভ্যাস

নতুন বছরে আপনার ঘরে আনুন সচেতন পরিবর্তন

সন্ধ্যায় চায়ের সঙ্গে টা চাই? ঝটপট তৈরি করে নিন মুচমুচে পেঁয়াজু

ছোট ঘর সাজান মাল্টিফাংশনাল আসবাবে

জাপানের ‘অলিখিত নিয়ম’—যেগুলো না জানলে বিব্রত হতে পারেন পর্যটকেরা

নতুন বছরে চুলের ছাঁটে বদল আনতে চাচ্ছেন? এই হেয়ারকাটগুলো বিবেচনায় রাখতে পারেন

আজকের রাশিফল: অন্যের নামে সঙ্গীকে ডেকে হুলুস্থুল বাধাবেন, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা