হোম > জীবনধারা

বাঁশে সাজবে ঘর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘাসেরই বড় প্রজাতি বাঁশ। কত কিছুই না তৈরি হয় এই বাঁশ দিয়ে! আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন ২২ থেকে ২৫ ধরনের আসবাব তৈরি করা যায় বাঁশের সাহায্যে। আসবাব ছাড়াও বাঁশ দিয়ে ঝুড়ি, পর্দা, ট্রে, ল্যাম্প, কলমদানি, হ্যাঙ্গার, মগ, টি-পট বানানো যায়। ৪ বছরেই বাঁশ ব্যবহারের উপযোগী হয়ে যায়। এটি দীর্ঘদিন টেকে এবং কাঠের চেয়ে দামে সস্তা। তাই দিন দিন বাঁশের কদর বাড়ছে। প্লাস্টিকের জায়গায় বাঁশের ব্যবহার পরিবেশ বাঁচাতেও ভূমিকা রাখছে।

  • ঘরে সব সময় কাপড়ের পর্দাই টাঙাতে হবে, এমন নয়। একটু ভিন্নতা আনতে বাঁশের তৈরি পর্দাও বানাতে পারেন। এই পর্দা কড়া রোদ ঠেকাবে।
  • বসার জন্য বাঁশের তৈরি চেয়ারও বানাতে পারেন। এতে খরচ কম পড়বে। দেখতেও নান্দনিক হবে।
  • বাঁশের বোর্ড বানিয়ে একটি রুমকে দুটি অংশে ভাগ করা যেতে পারে। এতে ঘরে আলোর পরিমাণ ঠিক থাকবে।
  • বাঁশে র‌্যাকের ওপরে গাছ বা বই রাখা যেতে পারে। চাইলে জুতার র‌্যাকও বানানো সম্ভব।
  • মোবাইল হোল্ডার হিসেবেও আজকাল বাঁশের ব্যবহার দেখা যাচ্ছে। সাশ্রয়ী দামেই এগুলো পাওয়া যায়। খাবার বানানোর
  • সময় রান্নার ভিডিও দেখতে এগুলো কাজে লাগে।
  • বাঁশ দিয়ে পুরো আসবাব বানাতে না চাইলে আয়না বা ফটো ফ্রেম তৈরি করতে পারেন।

জাপানের ‘অলিখিত নিয়ম’—যেগুলো না জানলে বিব্রত হতে পারেন পর্যটকেরা

নতুন বছরে চুলের ছাঁটে বদল আনতে চাচ্ছেন? এই হেয়ারকাটগুলো বিবেচনায় রাখতে পারেন

আজকের রাশিফল: অন্যের নামে সঙ্গীকে ডেকে হুলুস্থুল বাধাবেন, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা

২০২৫ সালের বিয়ের সাজে যা কিছু এল এবং গেল

বিয়ের ঘরোয়া আয়োজনে ভোজন পর্বে যা রাখতে পারেন

যেমন হবে বাইকারদের শীতপোশাক

মধুতে বিষ! শত শত বছর ধরে খেয়ে চলেছে মানুষ এই বিশেষ মধু

শীতে চাদর স্টাইলিং করবেন যেভাবে

সবুজ পৃথিবীর জন্য ২০২৬: নতুন বছরে কিছু পরিবেশবান্ধব সংকল্প নিন

শীতে ময়শ্চারাইজার ব্যবহারের পাশাপাশি খেতে হবে এই কয়েকটি খাবার