ঘাসেরই বড় প্রজাতি বাঁশ। কত কিছুই না তৈরি হয় এই বাঁশ দিয়ে! আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন ২২ থেকে ২৫ ধরনের আসবাব তৈরি করা যায় বাঁশের সাহায্যে। আসবাব ছাড়াও বাঁশ দিয়ে ঝুড়ি, পর্দা, ট্রে, ল্যাম্প, কলমদানি, হ্যাঙ্গার, মগ, টি-পট বানানো যায়। ৪ বছরেই বাঁশ ব্যবহারের উপযোগী হয়ে যায়। এটি দীর্ঘদিন টেকে এবং কাঠের চেয়ে দামে সস্তা। তাই দিন দিন বাঁশের কদর বাড়ছে। প্লাস্টিকের জায়গায় বাঁশের ব্যবহার পরিবেশ বাঁচাতেও ভূমিকা রাখছে।