টাইলস ছাড়া এখনকার বাসার মেঝে কল্পনাই করা যায় না। টাইলসের মেঝে পরিচ্ছন্ন রাখা সহজ। এসব মেঝেতে দাগ পড়লে সহজেই তা দেখা যায়, এ কথা অস্বীকার করার উপায় নেই। তবে চিন্তিত হওয়ার কারণ নেই। টাইলস চকচকে তকতকে রাখারও আছে উপায়।
সাবান–পানিতে সহজে
ঘরের মেঝে পরিষ্কার করতে সাবান–পানি বেশ ভালো কাজ করে। এর জন্য ঘর মোছার বালতিতে কুসুম গরম পানি নিয়ে তাতে প্রয়োজনমতো ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেঝেতে দাগ থাকলে ডিটারজেন্ট মেশানো পানি দিয়ে ঘর মুছলে দাগ ও ময়লা দূর হয়।
বেকিং সোডার চমক
টাইলসের মেঝের দাগ দূর করতে বেকিং সোডা খুব ভালো কাজ করে। পাশাপাশি এনে দেয় ঝকঝকে ভাব। বালতিতে কুসুম গরম পানি নিয়ে তাতে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ বেকিং সোডা ও সমপরিমাণ ভিনেগার মিশিয়ে তারপর ঘর মুছলে মেঝের টাইলস সুন্দর থাকবে।
ভিনেগারই যথেষ্ট!
ভিনেগার এককথায় দারুণ পরিষ্কারক ও জীবাণুনাশক। পাশাপাশি ঘরকে দুর্গন্ধমুক্ত রাখতেও এর জুড়ি নেই। তবে প্রথমে সাধারণ পানি দিয়ে মেঝের টাইলস মুছে তার পর দ্বিতীয় ধাপে পানিতে ভিনেগার মিশিয়ে আবার টাইলস মুছে ফেলুন।