হোম > জীবনধারা

ঘরবাড়ি ধুলোবালি মুক্ত রাখতে যা করতে পারেন

জীবনধারা ডেস্ক

শহরে যারা বসবাস করেন তাদের প্রায় সবারই অভিযোগ, যতই ঝাড়ামোছা হোক না কেন, ধুলোবালি যেন কমে–ই না। রোজই আসবাবপত্রের ওপর পড়ে ধুলোবালির স্তর। ঘরবাড়ি ধুলোবালিমুক্ত রাখতে যা করা যেতে পারে, ফ্ল্যাটের মূল দরজার বাইরে জুতার আলমারি রাখুন। বাইরে থেকে ফিরে জুতা খুলে আলমারিতে রেখে তারপর ঘরে প্রবেশ করুন। দরজার বাইরে ও ভেতরে উভয় জায়গায় পাপোশ রাখুন। 

সপ্তাহে একদিন পুরো বাড়ি ডিপ ক্লিন করুন। অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিন। ঘরের প্রতি কোনায় ঝাড়ু দিন ও সবান পানি দিয়ে মুছে নিন। আসবাবপত্র শুকনো কাপড় দিয়ে না মুছে বিভিন্ন পরিষ্কারক উপাদান সমৃদ্ধ স্প্রে ব্যবহার করতে পারেন। তবে বোর্ড ও চামড়ায় তৈরি আসবাব মোছার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলুন। 

সকালে বাইরে বের হওয়ার সময় বারান্দার দরজা ও বাড়ির সব জানালা বন্ধ করে বের হবেন। এতে বাইরের ধুলোবালি ঘরে প্রবেশ করবে না। প্রতিদিনই একবার করে সব আসবাব মুছে নিতে পারলে ধুলোবালির সমস্যা অনেকটাই কমে যাবে। 

বাড়ির কোনো ঘরের জানালা যদি রাস্তার পাশে হয়, তাহলে সে জানালা যতটা কম খোলা যায় ততই ভালো। জানালায় গাছ রাখতে চেষ্টা করুন। এতে বাইরের ধুলোবালি সরাসরি বাড়ির ভেতরে প্রবেশে বাধা পাবে। 

ফ্যান ও এসি নিয়মিত পরিষ্কার রাখুন। 

প্রতি সপ্তাহে বিছানার চাদর, বালিশের কভার, টেবিল ক্লথ, কুশন কভার ধুয়ে নিন। মাসে একবার পর্দা ধুয়ে নিলে ধুলোবালি জমতে পারবে না। 

বসার ঘরে কার্পেটের পরিবর্তে পাটি ব্যবহার করতে পারেন। কার্পেটে অনেক বেশি ধুলোবালি জমে। 

সূত্র: হোম লেন

যুক্তরাষ্ট্রের রাজনীতি যেভাবে প্রভাব ফেলছে বিশ্ব পর্যটনে

চল্লিশে বাঁচুন প্রাণখুলে

শাকালুর দুটি রেসিপি

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শীতে গোলাপের পরিচর্যা করবেন যেভাবে

অনুষ্ঠানে অষ্টাদশীর পোশাক

বাসা বদলের প্যাকিং: জেনে নিন নিয়মগুলো

‘স্কিন ফ্লাডিং’ নিয়ে যত কথা

ঘরোয়া প্রযুক্তির আলোচিত ৮ গ্যাজেট

ত্বকের শীতকালীন সমস্যা দূর করবে পাকা টমেটো