রোজকার ফ্যাশনে ব্যাগ অন্যতম অনুষঙ্গ। শুধু ফ্যাশন নয়, এটি প্রয়োজনীয় সামগ্রীও বটে। অফিস, ক্লাস কিংবা বেড়ানো সব সময় সঙ্গে ব্যাগ থাকা চাই। রোজ ব্যবহার করতে করতে ব্যাগের সৌন্দর্য ও মান নষ্ট হয়। ব্যাগ দীর্ঘদিন ব্যবহার করতে এবং এর সৌন্দর্য ধরে রাখতে প্রতিদিন একটু যত্ন নেওয়া প্রয়োজন।
কাপড়ের ব্যাগের যত্ন
কাপড়ের ব্যাগের যত্ন নেওয়া খুব সহজ। এই ব্যাগ অন্যান্য জামা-কাপড়ের মতো ধোয়া যায়। ডিটারজেন্ট-পানিতে ডুবানো যায়। কাপড়ের ব্যাগ ময়লা হয়ে গেলে সাবান-পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। তবে নিংড়াবেন না। এতে ব্যাগ কুঁচকে যাবে।
চামড়ার ব্যাগের যত্ন
চামড়ার ব্যাগ টেকসই বলে অধিকাংশ নারী এ ব্যাগ ব্যবহার করেন। যেসব চামড়ার ব্যাগ কম ব্যবহার করা হয়, সেগুলো পলিথিনে পেঁচিয়ে তুলে রাখতে পারেন শুকনো জায়গায়। তবে দীর্ঘদিন তুলে রাখলে নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে ব্যাগ রোদে দিলে ভালো থাকবে। সহজে ফাঙাশ ধরবে না।
রোজ যে ব্যাগ ব্যবহার করেন, সে ব্যাগ স্যাঁতসেঁতে জায়গায় রাখবেন না।
চামড়ার ব্যাগ পরিষ্কারের জন্য কুসুম গরম পানিতে সাবান গুলে নিন। তরল সাবান হলে ভালো হয়। নরম সুতি কাপড় সাবান-পানিতে ভিজিয়ে, পানি হালকা ঝরিয়ে ব্যাগ মুছে নিন। এরপর অন্য একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিলে ব্যাগ পরিষ্কার হয়ে যাবে।
পাটের ব্যাগের যত্ন
বুননের সব কটি খাঁজের মধ্যে ধুলা জমা হয় বলে পাটের ব্যাগ খুব দ্রুত নোংরা হয়। পাটের ব্যাগ পরিষ্কার রাখতে নিয়মিত ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। ব্যাগে খাবারের দাগ কিংবা অন্য কোনো দাগ লেগে গেলে কুসুম গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে সেই মিশ্রণ টুথব্রাশে লাগিয়ে ব্যাগ পরিষ্কার করুন। দাগ হালকা হয়ে যাবে।