হোম > জীবনধারা

ওয়্যাক্সিংয়ে লোমের ঘনত্ব বাড়ে না

শোভন সাহা

প্রশ্ন: আমার মুখের আকার বড়। চুল কোঁকড়ানো। করপোরেট জব করি। কীভাবে চুল কাটালে ভালো দেখাবে?
রায়হান ফেরদৌস, ঢাকা

চুল ছোট করে কেটে মুখে চাপ দাড়ি রাখতে পারেন। তাহলে মুখটা ছোট লাগবে। আর্মি ছাঁট বা কানের দুই পাশ ছোট করে ওপরে একটু বড় রাখতে পারেন।

প্রশ্ন: আমার হাত অনেক লোমশ। ছেলেদের ওয়্যাক্সিংয়ের ভালো-খারাপ দিকগুলো একটু জানাবেন? ওয়্যাক্সিং করলে কি আরও লোম বাড়বে? কত দিন পর পর করতে হবে?
ফয়সাল আহমেদ, চট্টগ্রাম

ওয়্যাক্সিংয়ের প্রডাক্ট ভালো আর দক্ষ হাতে করলে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ওয়্যাক্সিং করার পর সব সময় সেই জায়গাটা ম্যাসাজ করে নেবেন, তাহলে ত্বক ঝুলে পড়ার আশঙ্কা থাকবে না। লোম যখন উঠবে, তখন করলেই হবে। ওয়্যাক্সিং করলে লোমের ঘনত্ব বাড়ার সম্পর্ক নেই। তাই নিশ্চিন্তে করতে পারেন।

প্রশ্ন: বাইক চালাই। ফলে হেলমেট পরতেই হয়। চুল খুব ঝরছে। অনেকে বলেছেন, এটা হেলমেট পরার কারণে। তা ছাড়া খুব খুশকিও হয়। সমস্যার সমাধান কী?
আরাফাত হোসেইন, দিনাজপুর

হেলমেট পরলে ঘাম হয়, সে জন্য চুল পড়ে আর খুশকি হয়। তাই এমন হেলমেট কিনুন, যেটা দিয়ে বাতাস চলাচল বেশি হয়। মাথায় একটা সুতি ক্যাপ পরে তার ওপর হেলমেট পরলে ভালো। বাড়ি ফিরে শ্যাম্পু করে দ্রুত ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে ফেলতে হবে।

পরামর্শ দিয়েছেন

শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে বিয়ে আর ঋণ—দুটাই সমান বিপজ্জনক

উৎসবে ঘরের আবহ বদলে দেবে আলোর ব্যবহার

বেকিং করতে কোন খাবারে কোন ময়দা

তিনটি সহজ ও সুস্বাদু ভেজ খাবার

কোলাজেন ট্রিটমেন্ট স্ট্রেচ মার্ক কমায়

রেস্তোরাঁ নয়, বাড়িতেই তৈরি করুন ক্রিস্পি চিকেন ফ্রাই

পৌষের হাওয়া লেগে ফাটছে গোড়ালি? সমাধান আছে ঘরেই

শীতে সব ধরনের চুলের জন্য ৫টি সেরা প্রাকৃতিক কন্ডিশনার

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

শীতের সকাল শুরু হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর স্যুপ দিয়ে