হোম > জীবনধারা

ঝটপট নাশতা

দিতি আহমেদ

লকডাউনের এই সময়ে ঘরেই তো বসে আছেন। টুকটাক রান্না করতে পারেন এখন। অলস সময়ে দুশ্চিন্তা দূরে থাকবে। ঝটপট রান্না করা যাবে এমন দুটো পদের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাজরানা লোপা। ছবি তুলেছেন সৈয়দ মাহমুদুর রহমান। গ্রন্থনা করেছেন দিতি আহমেদ

ক্যারামেল চিকেন

উপকরণ: ১/২ কাপ ছোট টুকরো করা মুরগির মাংস, ১ চামচ আদা-রসুনবাটা, ১ টেবিল চামচ সয়াসস, ১/২ চা-চামচ মরিচ গুঁড়া, ১/২ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, লবণ স্বাদমতো, ২ টেবিল চামচ ময়দা, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১/৪ কাপ চিনি, তেল ভাজার জন্য।

প্রণালি: মুরগির মাংস আদা-রসুন বাটা, সয়াসস, গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে মেরিনেট করে রাখতে হবে। আধা ঘণ্টা পর ময়দা ও কর্নফ্লাওয়ার মাখিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। অন্য একটি পাত্রে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিন। ক্যারামেল হয়ে গেলে ভেজে রাখা মাংসের সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।

পটেটো স্মাইলি

উপকরণ : আলু ৫টি, গোলমরিচ গুঁড়ো ১ চামচ, পাপরিকা ১/২ চা-চামচ, জিরা গুঁড়ো ১/২ চা-চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব ১/৩ কাপ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

প্রণালি: আলু সিদ্ধ করে চটকে নিন। এবার বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়ে গোল রুটির শেপ দিন। এবার একটা কুকি কাটার দিয়ে স্মাইলি আকার দিয়ে হালকা তেলে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পটেটো স্মাইলি।

বিয়ের পর ডিটক্স রুটিন

ভ্রমণ ব্যয় বাড়তে পারে ৫ পর্যটন গন্তব্যে

বুকিং ডটকমের মাধ্যমে বাড়ছে প্রতারণার ফাঁদ

ফ্রেম থেকে বয়স কমাতে চাইলে এড়িয়ে চলুন ৭ ভুল

জীবনচাকার গতি ধীর করে ফেলছেন না তো?

আজকের রাশিফল: স্বামী-স্ত্রীর মারাত্মক মিলমিশ থাকবে, ক্রাশ ভাইয়া বা আপু ডাকতে পারে

পিঠা তৈরির চালের গুঁড়ো দিয়ে তৈরি করুন ঘরোয়া ফেসপ্যাক

সিনেমা দেখতে দেখতে খেতে পারেন চিকেন কাঠি কাবাব

নিয়মিত সুস্থ ও ইনজুরি মুক্ত থাকতে ৯ অভ্যাস গড়ে তুলুন

জেন-জি প্রজন্মের আসক্তি কী এই ‘লিটল ট্রিট’