হোম > জীবনধারা

পরিবারের সাথে কাটুক সময়

রিক্তা রিচি

অফিসের কাজের চাপে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেন না অনেকে। দিতে পারেন না পুরোটা মনোযোগ। এতে সম্পর্ক মাধুর্য হারায়। চলে আসে দূরত্ব। অথচ পরিবারই সবচেয়ে আপন। পরিবারের মানুষগুলো হৃদয়ের খুব কাছের। তাই অফিস ও অন্যান্য ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়া উচিত।

যেহেতু করোনা সংক্রমণ বাড়ার কারণে দেশে এখন লকডাউন চলছে, হোম অফিস করছে অনেকেই, সেহেতু এটাই উপযুক্ত সময় পরিবারের পেছনে সময় বিনিয়োগ করার। আর রমজান মাসে সবার সঙ্গে ইফতার, সেহরি ও গল্প করার মাধ্যমে অনেক ভালো সময় কাটানো যায়। এতে সম্পর্ক মধুর হবে।

যেভাবে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাবেন:

একসঙ্গে খাবার খাওয়া

যেহেতু এখন রমজান মাস, এই সময়ে আপনি পরিবারের সঙ্গে ইফতার করুন। বাবা–মা, স্ত্রী ও সন্তানের সঙ্গে ইফতার করলে, গল্পগুজব করলে, কিছু ধর্মীয় আলোচনা কিংবা বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলে পারস্পরিক সম্পর্ক মধুর হবে। গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সন্তানের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করবে।

গাছে পানি দেওয়া

আপনার বাসার ছাদে কিংবা বাড়ির সামনে যদি বাগান থাকে, তাহলে সন্তানকে সঙ্গে নিয়ে গাছে পানি দিতে পারেন। নতুন কিছু গাছ লাগাতে পারেন। পুরোনো গাছগুলোতে সার দিতে পারেন। মাটির উর্বরতা বাড়ানোর জন্য কিছু কাজ করতে পারেন। এতে সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে।

শরীরচর্চা

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাঁটতে বের হতে পারেন। লকডাউনের এই সময়ে বাসার ছাদে কিংবা ঘরের ভেতরে সহজ ব্যায়াম করতে পারেন। শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, ইয়োগা আপনাকে মানসিকভাবে সুস্থ রাখবে।

বই পড়ুন

সন্তানের সঙ্গে সম্পর্কটা মধুর করতে হলে তাকে সঙ্গে নিয়ে বই পড়ুন। তাকে বিভিন্ন ভালো বই সম্পর্কে জানান। কিছু শিশুতোষ গল্পের বই পড়তে দিন। আপনি নিজেও পড়ে শোনাতে পারেন। স্ত্রীর সঙ্গে উপন্যাস নিয়ে আলোচনা করতে পারেন। আপনার পড়া ভালো কোনো গল্প তার সঙ্গে শেয়ার করতে পারেন।

রান্না করুন

পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে রান্নার বিকল্প নেই। মাঝেমধ্যে নতুন রেসিপিতে খাবার তৈরি করুন। স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়েও করতে পারেন। এ ছাড়া আপনি ঘরের কাজে সাহায্য করলে আপনার সঙ্গী সন্তুষ্ট থাকবে।

ঘর পরিষ্কার করুন

যেকোনো ছুটির দিনে সবাই মিলে ঘর পরিষ্কার করুন। ঘরের আসবাবের স্থান পরিবর্তন করতে পারেন, ময়লা পরিষ্কার করতে পারেন কিংবা অন্যান্য কাজ করতে পারেন। এতেও স্ত্রী ও সন্তানের সঙ্গে সম্পর্কটা মিষ্টি হবে।

সাজি ভালোবাসার লাল-সবুজে

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

শীতে চামড়া বা কাপড়ের জুতা পরুন

পেট্রোলিয়াম জেলির যত ব্যবহার

রঙিন চুলের বিশেষ যত্ন

এই ডিসেম্বরে যা কিছু করতে পারেন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

শীতকালে কলা খাবেন কি না

অনুষ্ঠিত হলো দেশের প্রথম এআইএমএস সার্টিফায়েড ৩০ কিলোমিটার ম্যারাথন