হোম > জীবনধারা > ভ্রমণ

বছর শেষের ছুটি কোথায় কাটাবেন

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

বছর শেষ হয়ে এল! কয়েক দিন বাদেই নতুন বছর। বিশ্বজুড়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের।

তারকা হোটেল
বাড়ি বা বাসায় পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে বছর শেষের রাতটি কাটানোর চিন্তা করতে পারেন যে কেউ। কিন্তু যাঁরা একটু ভিন্নভাবে এ উৎসবগুলো উপভোগ করতে চান, তাঁদের জন্য ভালো জায়গা ফাইভ স্টার হোটেলগুলো।

থার্টি ফার্স্ট নাইট বা বছরের শেষ রাতটি ফাইভ স্টার হোটেলে কাটানোর স্মৃতি আপনার থেকে যেতে পারে অনেক দিন। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গার পাঁচ তারকা হোটেলগুলো তাদের অতিথিদের জন্য এ রাতটিতে বিশেষ আয়োজন করে থাকে।

এ উপলক্ষে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে হোটেলগুলো। সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাংকও বিশেষ অফার দিয়ে থাকে। ক্রেডিট কার্ড ব্যবহার করে হোটেল বুকিং, এয়ার টিকিট ইত্যাদিতে বিভিন্ন অফার পাওয়া যায় এ সময়।

পর্যটন গন্তব্য
দেশ-বিদেশের পর্যটন গন্তব্যগুলোতে বছরের এই শেষ সময়ে বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। সাধারণত সেসব জায়গার হোটেল-রিসোর্টগুলো এসব আয়োজন করে। তাই ভিন্নমাত্রায় আয়োজনে মেতে নতুন বছরকে স্বাগত জানাতে চলে যেতে পারেন কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে। এ ছাড়া চাইলে বিদেশেও যেতে পারেন।

মনে রাখবেন
যেখানেই যান না কেন উৎসবে পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতির যেন ক্ষতি না হয়, তা বিবেচনায় রাখুন।

দীর্ঘ জীবন নিশ্চিত করার ব্যায়ামের দিকে মানুষ ঝুঁকবে এ বছর

২৭ বছর হেঁটে পৃথিবী ভ্রমণ

হাকালুকির হিজল বনে

বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হাবিপ্রবির নেপালি শিক্ষার্থীরা

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

তেত উৎসবে ঘুরে আসুন ভিয়েতনামে

মাসে ৪০০ ডলারে বিশ্বভ্রমণ

বিমানযাত্রায় নিষিদ্ধ ৫টি কাজ

জেনে নিন বিশ্বের অদ্ভুত সব উপহার প্রথা

এ বছর গয়নায় যে রত্নপাথরগুলো ব্যবহার করতে পারেন