ঘর সাজাতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করার প্রয়োজন নেই। একটু সৃজনশীল হলেই অল্প খরচেও ঘর সাজানো যায়।
• ফুলদানিতে ফুল সাজিয়ে রাখুন। ঘর সুবাসিত হবে, মনও ভালো থাকবে।
• ঘরে খুব সুন্দর দেখে বড় আকারের আয়না, আরামদায়ক ও দৃষ্টিনন্দন চিত্রকর্ম ঝুলিয়ে দিতে পারেন দেয়ালে।
• বারান্দায় টবের গাছের পাশ দিয়ে বাতি ঝুলিয়ে দিতে পারেন। এতে কিছুটা বৈচিত্র্য আসবে।
• ঘর যেমনই হোক, পর্দা হওয়া চাই আকর্ষণীয়। এখন অনেকেই অ্যাপ্লিক করা পর্দা ব্যবহার করেন। এগুলো সুতি কাপড় দিয়েই তৈরি করা হয়। তাই দামেও সস্তা।
• কুশনকভার উজ্জ্বল রঙের হলে সহজেই তা নজর কাড়ে।
• নিজের তোলা ছবি বা হাতে আঁকা ছবি ফ্রেম করে দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন। দেখতে ভালো লাগবে।
• বসার জন্য বেত অথবা বাঁশের রকিং চেয়ার বা ডিভান রাখা যেতে পারে। আরও রাখতে পারেন বেতের আরামদায়ক চেয়ার।
• বারান্দায় মেটালের কোনো মুখোশ বা ওয়াল হ্যাঙিংও রাখা যেতে পারে।
• বিকেলের আড্ডা বা চা পর্ব কাটাতে বসার ঘরের মাটিতে বিছিয়ে দিতে পারেন মাদুর, শীতলপাটি কিংবা শতরঞ্জি।
• বাড়িতে আয়োজন থাকলে জ্বেলে নিন মাটির প্রদীপ। এক স্নিগ্ধ প্রশান্তি যে আপনাকে ছুঁয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।