হোম > চাকরি

অর্থ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

সম্প্রতি একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অধীন বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকা। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ২৮ 

বেতন: ১২,৫০০-৩২,২৪০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 

অভিজ্ঞতা ও অন্যান্য: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 

পদের নাম: হিসাবরক্ষক-২ 

পদের সংখ্যা: ১ 

বেতন: ১২,৫০০-৩২,২৪০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি। 

পদের নাম: উচ্চমান সহকারী

পদের সংখ্যা: ৩ 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি/সমামানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 

অভিজ্ঞতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। 

পদের নাম: ক্যাশিয়ার

পদের সংখ্যা: ১ 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: গাড়িচালক

পদের সংখ্যা: ১ 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি/সমমান পাস। 

অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর গাড়ি চালনায় অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

পদের নাম: ডেসপ্যাচ রাইডার/নোটিশ সার্ভার

পদের সংখ্যা: ২ 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি/সমমান পাস। 

অভিজ্ঞতা: মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী ও কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। 

বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, মাদারীপুর, শেরপুর, খাগড়াছড়ি, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল ও ঝালকাঠি জেলা ছাড়া সব জেলা। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

বয়স: আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ জুন সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ।আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য এই লিংকে পাওয়া যাবে https://www.ltuvat.gov.bd/files/citizen_info_content/14171654148557.pdf

এ ছাড়া আবেদন প্রক্রিয়া, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs. query@teletalk. com. bd বা info@ltuvat. gov. bd ঠিকানায় মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ই-মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পোস্ট, ইউজার আইডি ও যোগাযোগ নম্বর উল্লেখ করতে হবে। অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে প্রতি পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। 

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২২ 

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাকরির সুযোগ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু

এক্সিকিউটিভ পদে যমুনা গ্রুপে চাকরি, নেই বয়সসীমা

এইচএসসি পাসে চাকরি দেবে বাংলাদেশ এয়ারলাইনস

টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৪০ হাজার টাকা

ঢাকায় নিয়োগ দেবে মিনিস্টার, ২৩ বছরেই আবেদনের সুযোগ

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল