বিশেষ প্রতিনিধি, ঢাকা
বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন–সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে।
সচিব জানান, বিসিএসে আগে ১১০০ নম্বরের পরীক্ষা দিতে হতো। এখন এক হাজার নম্বরের পরীক্ষা হবে। ভাইভাতে নম্বর থাকবে ১০০।
বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল পিএসসি।