হোম > চাকরি

বিসিসিতে চাকরির সুযোগ, বেতন ৫৩ হাজার

ক্যারিয়ার ডেস্ক

ঢাকা: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ‘কানেক্টেড বাংলাদেশ’ প্রকল্পে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে নয়জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ২৪ জুনের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিসিসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নিয়োগ হবে শুধু প্রকল্প চলাকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা।

আবেদনের যোগ্যতা
প্রার্থীকে গ্র্যাজুয়েট ইন সিএসই/ইইই/টেলিকম ইঞ্জিনিয়ারিং/আইটি/সিই/এমই/ সমজাতীয় বিষয়ে ইঞ্জিনিয়ারিং/স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
২০২১ সালের ২৪ জুন আগ্রহী প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

আবেদনের নিয়ম
যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। সার্ভিস চার্জসহ ১১২ টাকা বিকাশ, নগদ অথবা ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং বিলম্বে আসা আবেদনপত্র বাতিল বলে ধরে নেওয়া হবে। আবেদন করা যাবে এখান থেকে- https://erecruitment.bcc.gov.bd/exam/?lang=bn

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরই কেবল মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রশংসাপত্রের মূল কপি, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে- https://erecruitment.bcc.gov.bd/exam/Home/newsDetails?id=95

এসিআই মটরসে চাকরি, ৩৮ বছরেও করা যাবে আবেদন

ঢাকায় নিয়োগ দেবে ওয়াটারএইড, বেতন ৯৪ হাজার টাকা

দুই জেলায় কর্মী নেবে আরএফএল, নেই বয়সসীমা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

ব্যাংক এশিয়া পিএলসিতে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৭৫ হাজার টাকা

সেলস অফিসার নেবে এসএমসি, থাকছে পারফরম্যান্স বোনাস

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদে পরীক্ষার সূচি, প্রার্থী ৬১১৩