হোম > চাকরি

৮ প্রতিষ্ঠানে ২৪০ জনের চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংক, পল্লি বিদ্যুৎ সমিতিসহ সরকারি ও বেসরকারি আটটি প্রতিষ্ঠান বিভিন্ন পদে ২৪০ জনকে নিয়োগ দেবে। অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞরাও এসব পদে আবেদন করতে পারবেন। পদভেদে আবেদনের যোগ্যতা ও বয়সসীমা ভিন্ন ভিন্ন। 

১. ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ৭টি পদে মোট ১৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১১ আগস্ট থেকে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। 

যোগ্যতা পূরণসাপেক্ষে আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। 

২. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় রাজস্ব খাতের ১৬টি পদে মোট ২৬ জনকে নিয়োগ দেবে। পদগুলোর জন্য আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। 

৩. মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ বিলিং সহকারী পদে ১৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু মাত্র নারীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৬ আগস্ট, ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পদটির জন্য আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। 

৪. যশোর পল্লিবিদ্যুৎ সমিতি ডাটা এন্ট্রি অপারেটর পদে একজনকে নিয়োগ দেবে। এই পদটি কেবলমাত্র নারীদের জন্য সংরক্ষিত। প্রার্থীর বয়স ২৫ আগস্ট, ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পদটির জন্য আবেদন করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত। 

৫. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে অস্থায়ীভাবে ২টি পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদ দুটি হলো সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী। সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পাবেন ৯ জন। উপ-সহকারী প্রকৌশলী পদে নেওয়া হবে ৪ জনকে। 

প্রার্থীর বয়স ৩০ জুন, ২০২২ তারিখে ৩৫ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। 

৬. ২০ জন অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে আইসিবি ইসলামিক ব্যাংক। শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর/এমবিএ। অনভিজ্ঞরাও এই পদে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

৭. পূবালী ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে ৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটির জন্য আবেদন করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত। 

৮. খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান প্রমি ২টি পদে ১৬০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে ১০ জনকে। আর সেলস অফিসার পদে নিয়োগ পাবেন ১৫০ জন। লিখিত আবেদন ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এ নিয়োগ সম্পন্ন করা হবে। ১২ আগস্ট পর্যন্ত এ সাক্ষাৎকার প্রক্রিয়া চলবে। 

এসব পদে আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য জানা যাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

তিন জেলায় নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, চলছে আবেদন

কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, কর্মস্থল ঢাকা

দুই ব্যাংকের পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

জাতীয় জাদুঘরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৮

কারা অধিদপ্তরের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৬

পেশাজীবীদের জন্য ১০টি প্রয়োজনীয় দক্ষতা

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরীক্ষার সূচি