হোম > চাকরি

হুয়াওয়েতে স্নাতক পড়ুয়াদের চাকরির সুযোগ, নেবে ৬০ জন

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন বা শেষ বর্ষে আছেন এমন ৬০ জনকে নিয়োগ দেবে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। ব্যক্তি, বিভিন্ন ব্যবসায়িক সংগঠনসহ সবার কাছে ডিজিটাল পাওয়ার এবং ক্লাউড সল্যুশনস পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হবে।

হুয়াওয়ে ডিজিটালাইজেশন ও গ্রিন ডেভেলপমেন্টকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করছে। পাশাপাশি তরুণেরা যাতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আইসিটি ইকোসিস্টেমকে বিকশিত করার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সে সুযোগ তৈরিতেও কাজ করছে হুয়াওয়ে। আর এই লক্ষ্য থেকেই তৃতীয় পক্ষভিত্তিক চুক্তির আওতায় এই নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে। 

পদগুলো হলো: বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, সল্যুশনস আর্কিটেক্ট ও সার্ভিস ইঞ্জিনিয়ার।

এ ব্যাপারে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের মানবসম্পদ বিভাগের পরিচালক হুয়াং বাওশিওং বলেন, ‘বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজনের পাশাপাশি হুয়াওয়ে সদ্য পাস করা শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে থাকে, যাতে করে তাঁরা আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে পারেন। এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জ্ঞান আহরণে অনুপ্রাণিত করতে চাই, যা তাদের ক্যারিয়ারের পথচলাকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে এবং বাংলাদেশের ডিজিটালাইজেশন ও গ্রিন ডেভেলপমেন্টকে উৎসাহিত করতেও ভূমিকা রাখবে।’

সারা দেশের সিএসই, ইইই, ইসিই কিংবা ইটিই বিভাগের শিক্ষার্থীরা এসব পদে আবেদন করতে পারবে। সদ্য স্নাতক পাস করেছে অথবা ৪র্থ বর্ষ বা শেষ সেমিস্টারে পড়ছেন এমন শিক্ষার্থীরা এই পদের জন্য অগ্রাধিকার পাবেন। মাসিক বেতনের পাশাপাশি ৬ মাসের চাকরি শেষে এই ৬০ কর্মীকে একটি করে চাকরির সনদ দেওয়া হবে। 

চলতি মাসের মধ্যে আগ্রহীরা pacd.bangladesh@huawei.com-এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

৬০ হাজার টাকা বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি, কর্মস্থল কক্সবাজার

ডাক ও টেলিযোগাযোগের পরীক্ষার সূচি

হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চূড়ান্ত ফল প্রকাশ

টিসিবির মৌখিক পরীক্ষা ২৩ ডিসেম্বর

এলপি গ্যাস লিমিটেডের লিখিত ফল প্রকাশ

ক্রেডিট অ্যানালিস্ট পদে কর্মী নেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন অনলাইনে

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮

ম্যানেজার পদে ৫ কর্মী নেবে মিনিস্টার, বেতন ২০–৪০ হাজার টাকা

৪৫ কর্মী নেবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর

ওয়ালটন প্লাজায় চাকরি, ৪০ বছরেও করা যাবে আবেদন