লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। আগ্রহী যোগ্য প্রার্থীদের রাজস্ব খাতভুক্ত বুকিং সহকারী গ্রেড–২ পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: বুকিং সহকারী গ্রেড–২।
পদের সংখ্যা: ১৫৩টি।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস।
অন্যান্য: কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ১ এপ্রিল ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের https://alljobs.teletalk.com.bd/bn/jobs/govt/details/2824/ অনলাইনে বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষা ফি ও সার্ভিস চার্জ বাবদ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ক্ষেত্রে মেইলের সাবজেক্টে সংস্থার নাম, পদের নাম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি ও যোগাযোগের নম্বর দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট