হোম > চাকরি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি তাদের দুই ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ ও সংখ্যা: সহযোগী অধ্যাপক (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ), ১টি স্থায়ী পদ (যোগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের বিপরীতে অস্থায়ীভাবে প্রভাষক নিয়োগ দেওয়া হবে)

যোগ্যতা: সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ-৪ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। স্নাতকোত্তর/সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৭ বছরসহ মোট ন্যূনতম ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল/সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৬ বছরসহ মোট ন্যূনতম ৯ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৪ বছরসহ মোট ন্যূনতম ৭ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের স্বীকৃত কোনো জার্নালে (পিয়ার রিভিউড) মোট ৬টি প্রকাশনা থাকতে হবে। এগুলোর মধ্যে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে, যার ফার্স্ট অথর/করেসপন্ডিং অথর হিসেবে ন্যূনতম ২ প্রকাশনা রয়েছে। মোট প্রকাশনার ন্যূনতম ১টি ইমপ্যাক্ট ফ্যাক্টর/Indexed জার্নালে প্রকাশিত হতে হবে।

বেতন: ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা (চতুর্থ গ্রেড)

পদ ও সংখ্যা: প্রভাষক (ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ শিক্ষা ছুটির বিপরীতে ২টি অস্থায়ী, ফার্মাসি বিভাগ ৩টি স্থায়ী, গণিত বিভাগ ১টি স্থায়ী, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ শিক্ষা ছুটির বিপরীতে ৩টি অস্থায়ী, মার্কেটিং বিভাগ ২টি স্থায়ী ও ১টি অস্থায়ী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ১টি স্থায়ী ও ১টি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী পদ)

যোগ্যতা: সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ-৪ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)

আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্রের স্ক্যান কপি, আবেদন ফিসহ নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করা ও ফি প্রদানের বিস্তারিত তথ্য এই ঠিকানায় পাওয়া যাবে। এ ছাড়া এই ওয়েবসাইট থেকে যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত আবেদন ফি বাবদ সহযোগী অধ্যাপক পদের জন্য ১ হাজার ১০০ টাকা ও প্রভাষক পদের জন্য ৯০০ টাকা ইন্টারনেট ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২৪ বিকেল ৪টা পর্যন্ত। 

সূত্র: বিজ্ঞপ্তি

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরীক্ষার সূচি

ফরেন সার্ভিস একাডেমির পরীক্ষা ৫ ফেব্রুয়ারি, প্রার্থী ১০২

কর্মী নেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শুরু

তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ

বিজেএসসির অফিস সহায়ক পদের পরীক্ষার সূচি

কর্মক্ষেত্রে দ্বন্দ্ব নিরসনের কৌশল

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি