প্রকৌশলীদের জন্য বহুজাতিক কনজুমার ইলেকট্রনিকস ও হোম এপ্লাইয়েন্স প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশে ইন্টার্ন হিসেবে কাজ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে হাতে কলমে কাজ শেখার পাশাপাশি এতে থাকবে মাসিক ১৫ হাজার টাকা ভাতার সুযোগ। ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ চলবে ৯০ দিন। সফলভাবে ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট মিলবে ইন্টার্নিদের। এ ছাড়াও রয়েছে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে স্থায়ীভাবে কাজের সুযোগ। সিঙ্গার বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডদের মধ্যে থেকে ইন্টার্নশিপ থেকে চাকরি স্থায়ী হওয়ার সাফল্যের হার গত তিনটি ব্যাচে ৫০ শতাংশ।
পদের নাম: প্রোডাকশন ইন্টার্ন
পদের সংখ্যা: ১০ জন
কর্মস্থান: সিঙ্গার প্রোডাকশন প্ল্যান্ট
আবেদনের যোগ্যতা: সায়েন্স/ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের শেষ সেমিস্টারের শিক্ষার্থী অথবা সদ্য সমাপ্ত করা সায়েন্স/ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্নাতক/স্নাতকোত্তর।
মাসিক ভাতা: ইন্টার্নশিপ চলার সময়ে প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন।
ইন্টার্নশিপ শুরু সময়: আগস্ট, ২০২৩
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ দিন: ২২ জুলাই ২০২৩