হোম > চাকরি

সমন্বিত তিন ব্যাংকে ১৫৬ জনের চাকরির সুযোগ 

সমন্বিত তিন ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সিনিয়র অফিসার (আইটি) পদে ১৫৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

সমন্বিত ব্যাংক তিনটি হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।

পদের নাম: সিনিয়র অফিসার (আইটি)

পদসংখ্যা: ১৫৬টি (এর মধ্যে সোনালী ব্যাংকে ১১১টি, জনতা ব্যাংকে ৮টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৭টি)।

বেতন স্কেল ও গ্রেড: ২২০০০-৫৩০৬০ (গ্রেড-৯)। এ ছাড়া নিয়ম অনুযায়ী ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: ২০০ টাকা।

ফি জমাদানের মাধ্যম: ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘রকেট’–এর মাধ্যমে অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি জমা দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। তবে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অনলাইন আবেদনের সময় কোনো ধরনের কাগজপত্র পাঠাতে হবে না। বিস্তারিত জানতে এই  লিংকে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ ছাড়া ট্র্যাকিং পেপার সংগ্রহের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

নিয়োগ সম্পন্ন করতে একজন প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সূত্র: বিজ্ঞপ্তি

কর্মী নেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শুরু

তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ

বিজেএসসির অফিস সহায়ক পদের পরীক্ষার সূচি

কর্মক্ষেত্রে দ্বন্দ্ব নিরসনের কৌশল

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি

১০ পদে চাকরি দেবে বিএসটিআই

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ৬ জেলায়

কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, ৫০ বছরেও করা যাবে আবেদন