হোম > চাকরি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দুই সপ্তাহে আরও দুই বিজ্ঞপ্তি আসছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আরও দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান।

ফরিদ আহাম্মদ বলেন, ‘আজ তিনটি বিভাগের (রংপুর, বরিশাল ও সিলেট) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী দুই সপ্তাহে আরও দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগ শেষ করতে যেহেতু সময়ক্ষেপণ হয়, সেহেতু আমরা বিভাগওয়ারি ক্লাস্টার পদ্ধতিতে আগাচ্ছি। এ পদ্ধতিতে ছয় মাসের মধ্যে নিয়োগ দেওয়া সম্ভব হবে। আমাদের প্ল্যান নিয়ে বুয়েটের সঙ্গে আলোচনা করা হয়েছে। এক সঙ্গে একটি বা দুইটি বিভাগ ক্লাস্টার করলে বুয়েট ছয় মাসের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। যে বিভাগে শূন্যপদ বেশি থাকবে, সে বিভাগে আগে ক্লাস্টার করা হবে।’ 

গণশিক্ষা সচিব বলেন, ‘এবারের নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সারা দেশে একযোগে নিয়োগ পরীক্ষার পরিবর্তে আট বিভাগকে চার ভাগে বিভক্ত করে আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। প্রতিনিয়ত শিক্ষক পদ শূন্য হচ্ছে। শূন্যপদ পূরণে প্রতিবছর অন্তত দুটি করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে। এক সঙ্গে অনেক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা নেওয়া হবে। যেসব বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাতে শুধু সংশ্লিষ্ট বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন।’ 

ইউএস-বাংলা এয়ারলাইনসে নিয়োগ, সপ্তাহে ছুটি ২ দিন

ম্যানেজার পদে সজীব গ্রুপে চাকরি, নিয়োগ ৩ জেলায়

স্কয়ার গ্রুপের অধীনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

স্থানীয় সরকার বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

কর্মী নেবে আল-আরাফাহ্‌ ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

কনটেইনার কোম্পানিতে চাকরি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

২৯ পদে কর্মী নেবে বিএসআরআই

মাল্টিমিডিয়া বিভাগে নিয়োগ দিচ্ছে আজকের পত্রিকা

পারচেজ বিভাগে কর্মী নেবে সিটি গ্রুপ, চলছে আবেদন