ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) তিনটি পদে লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৬ অক্টোবর (শনিবার) এ তিনটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইচআর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার নীহার রঞ্জন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ তিনটি হলো: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)/একাউনটেন্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি পদের পরীক্ষা যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে সকাল ১০টা, আইবিএ ভবনে বিকাল সাড়ে ৩টায় ও একই সময় অপর পদের পরীক্ষা এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত প্রার্থীদের পরীক্ষার কার্ড ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।