বিয়াম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, স্কুল ও কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রতিষ্ঠানে ৯ম থেকে ১৫ তম গ্রেডে বিভিন্ন বিষয়ের সহকারী শিক্ষক, প্রভাষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, উপাধ্যক্ষসহ বিভিন্ন পদে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বয়সসীমা: উপাধ্যক্ষ, প্রভাষক ও সহকারী শিক্ষক পদে সর্বোচ্চ ৩৫ বছর এবং অন্যান্য পদে সর্বোচ্চ ৩০ বছর।
আবেদন প্রক্রিযা
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, গ্রেড ও যোগ্যতাসহ বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
আবেদন ফি: উপাধ্যক্ষ ও প্রভাষক পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা; সহকারী শিক্ষক ও কম্পিউটার অপারেটর পদের জন্য সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা এবং অন্যান্য পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা।
আবেদনের সময়সীমা: ৬ এপ্রিল ২০২৫, বিকেল পাঁচটা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি