বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস পদের আইকিউ ও লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।
গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, এই পরীক্ষায় ২৩২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি শিগগিরই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীদের মোবইল ফোনে এসএমএসের মাধ্যমেও তা জানানো হবে।