হোম > চাকরি

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ

জুবায়ের আহম্মেদ

উচ্চশিক্ষার ক্ষেত্রে অস্ট্রেলিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে বরাবরই পছন্দের শীর্ষে। উন্নত জীবনধারার পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার অন্যতম কারণ। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার জন্য বিভিন্ন ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে। তেমনি একটি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ। এই ফেলোশিপের মাধ্যমে ফেলোরা অস্ট্রেলিয়ান সংস্থাগুলোয় বিভিন্ন পেশাদার উন্নয়ন কার্যক্রমে ২০২৪-২৫ সালের জন্য অংশগ্রহণ নিতে পারবেন। পাশাপাশি গবেষণা ও কোর্স করার সুযোগ তো থাকছেই। ফেলোশিপ ২ সপ্তাহ থেকে ৫২ সপ্তাহ পর্যন্ত হতে পারে। তাই আজই আবেদন করে ফেলুন। এই ছয়টি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

■  জলবায়ু পরিবর্তন, অভিযোজন, স্থিতিস্থাপকতা এবং সবুজ শক্তি স্থানান্তর। 
■  লিঙ্গ সমতা, অক্ষমতা সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি। 
■  স্বাস্থ্য 
■  ডিজিটাল অর্থনীতি। 
■  মেরিটাইম এবং ব্লু ইকোনমি। 
■  অবকাঠামো ও সংযোগ। 

সুযোগ-সুবিধা
অস্ট্রেলিয়ান সংস্থাগুলো ফেলোপ্রতি ৩৪ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত দিতে পারে, যা ১৫ জন ফেলোকে দেওয়া হবে। 
■  ফেলোশিপপ্রাপ্তরা ফিরতি বিমান ভ্রমণ এবং প্রাসঙ্গিক অস্ট্রেলিয়া ভ্রমণের সুযোগ পাবেন। 
■  শিক্ষার্থীদের প্রশিক্ষণ খরচ এই ফেলোশিপ বহন করবে। 
■  বাসস্থান এবং জীবনযাত্রার খরচ এই ফেলোশিপের অন্তর্ভুক্ত। 
■  অস্ট্রেলিয়ায় থাকাকালে চিকিৎসা বিমা খরচ (শুধু ফেলোশিপ হোল্ডারদের জন্য) তো থাকছেই। 
■  প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রয়েছে। 
■  প্রোগ্রাম ওভারহেড ফি দেওয়া হবে। 

আবেদনের যোগ্যতা
ফেলোদের অবশ্যই নিম্নলিখিত সাধারণ যোগ্যতা পূরণ করতে হবে: 
■  আবেদনকারীর কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে।
■  আবেদনকারী স্থায়ী বাসিন্দা হতে বা অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন না।
■  বাংলাদেশীরাও এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
■  বর্তমানে সামরিক বাহিনীতে কর্মরত আছেন এমন কেউ আবেদন করতে পারবেন না। 
■  পরিবারের সদস্যদের ছাড়া ভ্রমণ করতে সক্ষম এমন প্রার্থীরাই আবেদন করবেন।
■  আবেদনকারী প্রার্থী একজন প্রতিবন্ধী তাঁকে দেখভালের জন্য একজনকে সঙ্গে নিতে হবে। 

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর, ২০২৩। বিস্তারিত জানতে ক্লিক করুন।

গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ১০ জানুয়ারি

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

কর্মী নেবে এসিআই মোটরস, নেই বয়সসীমা

সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, কর্মস্থল ঢাকা

ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শুরু

ইউএস-বাংলা এয়ারলাইনসে নিয়োগ, সপ্তাহে ছুটি ২ দিন

ম্যানেজার পদে সজীব গ্রুপে চাকরি, নিয়োগ ৩ জেলায়

স্কয়ার গ্রুপের অধীনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

স্থানীয় সরকার বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

কর্মী নেবে আল-আরাফাহ্‌ ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা