ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আজ ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
বয়স: ১৮ থেকে ২০ বছর (পুরুষ ও নারী)। যেসব প্রার্থীর বয়স ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, তাঁরা আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটাপদ্ধতি অনুসৃত হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ( কমপক্ষে ২.৫/সমমান)।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২২।
পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন।