বন্যা পরিস্থিতির কারণে আগামী ২০ মে সিলেট জেলায় অনুষ্ঠেয় প্রাথমিকের সহকারী শিক্ষক ২০২০-এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতির কারণে আগামী ২০ মে সিলেট জেলায় অনুষ্ঠেয় সহকারী শিক্ষক ২০২০-এর লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে।
আগের ঘোষণা অনুযায়ী, দ্বিতীয় ধাপে আগামী ২০ মে ৩০ জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আট জেলার সব কটিতে এবং ২২ জেলায় আংশিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার কারণে সিলেট জেলার পরীক্ষা স্থগিত হলো।