বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা প্রশাসক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ২০ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ২টায় রাজধানীর কুর্মিটোলায় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে প্রার্থীকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।