হোম > চাকরি

ক্যারিয়ার নির্বাচন করবেন যেভাবে

এম এম মুজাহিদ উদ্দীন

ক্যারিয়ার মানে জীবনের ধারা বা অগ্রগতি, জীবিকা অর্জনের উপায় বা বৃত্তি। ক্যারিয়ার জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। সব ক্যারিয়ার সবার জন্য নয়। তাই ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে। সেগুলো নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

যা বিবেচনায় নিতে হবে
অধিকাংশ মানুষ ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করে। প্রথমে আসে টাকা বা আয়, তারপর সামাজিক মর্যাদা, কাজের পরিধি বা দায়িত্ব, ক্যারিয়ার গ্রোথ, অবসর সময়। আপনি যখন ক্যারিয়ার নির্বাচন করবেন, তখন এগুলোর একটা তালিকা করতে হবে। এর মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে, সেটা বিবেচনায় নিতে হবে।  

আয় কেমন
ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই আসে আয়ের কথা। কারণ, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটা হলো টাকা। আর টাকার জন্যই মূলত মানুষ ক্যারিয়ার গড়ে। সেটা চাকরি হোক বা ব্যবসা বা অন্য কোনো পেশা। তাই আয়ের দিকটা অবশ্যই বিবেচনায় নিতে হবে। নিম্ন পদে সরকারি চাকরির চেয়ে উচ্চ পদের বেসরকারি চাকরি বা ব্যবসাকে অনেকে এগিয়ে রাখে। আবার চাকরি শেষে অবসরের সময় পেনশনের টাকার জন্য অনেকে বেসরকারি চাকরির চেয়ে সরকারি উচ্চ পর্যায়ের চাকরিকে পছন্দে এগিয়ে রাখে। 

সামাজিক মর্যাদা কেমন
মানুষ সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়। জীবনে টাকাই সবকিছু নয়। টাকার পাশাপাশি সামাজিক সম্মান, মর্যাদাও গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, সেখানে সামাজিক সম্মান, মর্যাদা কেমন, সেটি বিবেচনায় নিতে হবে। কিছু কিছু পেশা আছে, যেখানে সামাজিক মর্যাদা বেশ ভালো কিন্তু আয় কম, আবার কিছু কিছু পেশা আছে, যেখানে সামাজিক মর্যাদা তুলনামূলক বেশি না হলেও আয় বেশি। এ ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে, আপনার কাছে সবচেয়ে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। টাকা নাকি সামাজিক মর্যাদা, এমন দ্বান্দ্বিক অবস্থানও তৈরি হয়। এসব বিবেচনায় নিয়ে আপনি ক্যারিয়ার নির্বাচন করতে পারেন। 

কাজের পরিধি বা দায়িত্ব
সবার জন্য সব কাজ নয়। সবাই সব কাজে ভালো পারদর্শী হতে পারে না। অবশ্য সবাইকে সব কাজে ভালো পারদর্শী হওয়ার দরকারও নেই। তাই ক্যারিয়ার নির্বাচন করতে হলে সমাজের কথা নয় বরং নিজের পছন্দ, প্যাশন, দক্ষতা প্রভৃতির ওপর গুরুত্ব দিতে হবে। কিছু পেশা আছে, যেখানে বৈচিত্র্যময় কাজের সুযোগ আছে। কিন্তু দেখা গেল, সেখানে অবসরের সময় কম। দায়িত্বের ভারে পরিবারের জন্য বেশি সময় দেওয়া সম্ভব হয় না। আবার কিছু কিছু পেশা আছে, যেখানে টাকা, সামাজিক মর্যাদা আছে কিন্তু নিজের সেসব কাজ করতে ভালো লাগে না। সে ক্ষেত্রে তার উচিত হবে না, সেসব পেশা বেছে নেওয়া। 

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

মধুমতি ব্যাংকে রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ

বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

চাকরির সুযোগ দেবে শিল্পকলা একাডেমি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি

৫০ কর্মী নেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, এসএসসি পাসে আবেদন

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

সমরাস্ত্র কারখানার পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬২

ঢাকা মেডিকেলে ১৪ গ্রেডে চাকরির সুযোগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯ জনের চাকরির সুযোগ