হোম > চাকরি

হাবিপ্রবিতে প্রশাসনিক কর্মকর্তাসহ ৬৮ পদে নিয়োগ

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। প্রতিষ্ঠানটি ১৬ ক্যাটাগরির ৬৮টি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট পদের শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন। 

পদের সংখ্যা ও গ্রেড: ফিল্ড এক্সটেনশন অফিসার (কৃষি, লাইভস্টক, ফিশারিজ এবং কমিউনিকেশন অ্যান্ড ফারমার্স ট্রেনিং) মোট চারটি (গ্রেড-৯), মেডিকেল অফিসার একটি (গ্রেড-৯), সেকশন অফিসার দুটি (গ্রেড-৯), সহকারী পরিচালক (শরীরচর্চা) একটি (গ্রেড-৯), উপসহকারী খামার তত্ত্বাবধায়ক একটি (গ্রেড-১০), সহকারী নিরাপত্তা কর্মকর্তা একটি (গ্রেড-১০), প্রশাসনিক কর্মকর্তা ছয়টি (গ্রেড-১০), নার্স/ব্রাদার দুটি (গ্রেড-১১), কম্পাউন্ডার একটি (গ্রেড-১১), জুনিয়র ক্লার্ক দুটি (গ্রেড-১৫), গাড়িচালক দুটি (গ্রেড-১৫), ট্রাক্টরচালক একটি (গ্রেড-১৫)। 

এ ছাড়া পাম্প অপারেটর একটি (গ্রেড-১৫), ইলেকট্রিশিয়ান একটি (গ্রেড-১৫), মুয়াজ্জিন একটি (গ্রেড-১৫), ল্যাব অ্যাটেনডেন্ট একটি (গ্রেড-১৮), ফটোকপি মেশিন অপারেটর ছয়টি (গ্রেড-১৮), নিরাপত্তাকর্মী একটি (গ্রেড-১৮), বাবুর্চি একটি (গ্রেড-১৮), অফিসসহায়ক ১৯টি (গ্রেড-২০), মালি ছয়টি (গ্রেড-২০), বয় তিনটি (গ্রেড-২০), পরিচ্ছন্নতাকর্মীর চারটি (গ্রেড-২০) পদে নিয়োগ হবে। 

আবেদনের যোগ্যতা: পদভেদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আলাদা আলাদা। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমতুল্য গ্রেড থাকলে চলবে না। 

গ্রেড ও বেতন স্কেল: বেতন স্কেল ২২,০০০-৫৩, ০৬০ (গ্রেড-৯)। ১৬,০০০-৩৮, ৬৪০ (গ্রেড-১০)। ১২,৫০০-৩০, ২৩০ (গ্রেড-১১)। ৯,৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫)। ৮,৮০০-২১, ৩১০ (গ্রেড-১৮)। ৮,২৫০-২০, ০১০ (গ্রেড-২০) টাকা। 

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর অথবা ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে পারবেন। 

আবেদন ফি: প্রতিটি আবেদনপত্রের সঙ্গে ‘রেজিস্ট্রার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর’ বরাবর ৫০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযোজন করতে হবে। রূপালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখায় এই টাকা জমা দেওয়া যাবে। 

আবেদনের শেষ সময়: আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালে আবেদনপত্র ডাকযোগে, কুরিয়ার সার্ভিস কিংবা সরাসরি জমা দেওয়া যাবে। বিস্তারিত

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

মধুমতি ব্যাংকে রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ

বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

চাকরির সুযোগ দেবে শিল্পকলা একাডেমি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি

৫০ কর্মী নেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, এসএসসি পাসে আবেদন

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

সমরাস্ত্র কারখানার পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬২

ঢাকা মেডিকেলে ১৪ গ্রেডে চাকরির সুযোগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯ জনের চাকরির সুযোগ