হোম > চাকরি

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে চাকরি

চাকরি ডেস্ক

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। প্রতিষ্ঠানটি তাদের দুটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। সব জেলার আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য/ মৎস্য/ কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান/ প্রাণিসম্পদ/ মৃত্তিকা)

পদসংখ্যা: ৫টি

যোগ্যতা: কৃষিবিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির পদে অন্যূন ৮ বছরের অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে অন্যূন ছয়টি গবেষণা প্রকাশনাসহ শিক্ষাজীবনের সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)

বয়স: ৪৫ বছর

পদের নাম: সিনিয়র সায়েন্টিফিক অফিসার (পুষ্টি)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা অথবা কৃষিবিজ্ঞান বা পুষ্টিবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৩ বছর কাজের অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৩টি প্রকাশনাসহ শিক্ষাজীবনের সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা(গ্রেড-৬)

বয়স: ৪০ বছর

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীর নিজের নাম, বাবা ও মায়ের নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি উল্লেখ করে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নির্বাহী চেয়ারম্যান, বিএআরসি বরাবর আবেদন করতে হবে। একজন প্রার্থী একাধিক বিষয়ে আবেদন করতে পারবেন। তবে প্রতি ক্ষেত্রে বিভাগ উল্লেখ করে ভিন্ন তিন প্রস্থ প্রোফাইলসহ আবেদন করতে হবে। প্রার্থীদের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্ধারিত ফরমে তিন প্রস্থ প্রোফাইল জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্ধারিত আবেদন ফরম এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ ফেব্রুয়ারি বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২২ জনের চাকরি

ডাকের বিভাগের অধীনে বিভিন্ন পদের পরীক্ষার সূচি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ শিগগিরই

তিন জেলায় নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, চলছে আবেদন

কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, কর্মস্থল ঢাকা

দুই ব্যাংকের পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

জাতীয় জাদুঘরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৮

কারা অধিদপ্তরের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৬