হোম > চাকরি

ডিপিডিসির লিখিত পরীক্ষা ২৭ জুন

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) দুটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুটি পদ হলো: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি) ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি পরীক্ষা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বুয়েটের ইসিই ভবনে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শেষ হওয়ার পর বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের পরীক্ষা একই ভবনে অনুষ্ঠিত হবে।

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার কার্ড ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। একই সঙ্গে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও স্থান সম্পর্কে তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, অনলাইনে আবেদনকারী পরীক্ষার্থীরা মোবাইল এসএমএসের মাধ্যমে প্রাপ্ত ইউজার আইডি দিয়ে যেকোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ডিপিডিসির ঠিকানা থেকে নিয়োগ পরীক্ষার কার্ড সংগ্রহ করতে পারবেন।

২৯ পদে কর্মী নেবে বিএসআরআই

মাল্টিমিডিয়া বিভাগে নিয়োগ দিচ্ছে আজকের পত্রিকা

পারচেজ বিভাগে কর্মী নেবে সিটি গ্রুপ, চলছে আবেদন

অভিজ্ঞতা ছাড়াই আর্থিকপ্রতিষ্ঠানে চাকরি, নেবে ৫০ জন

গাজী গ্রুপের অধীনে চাকরি, বেতন ২৫–৩০ হাজার টাকা

পপুলার ফার্মায় এক্সিকিউটিভ পদে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন

ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা ২ জানুয়ারি

ম্যানেজার পদে কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ২৪ ডিসেম্বর