হোম > চাকরি

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জনের নিয়োগ

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটি ৫৯০ জনকে নিয়োগ দেবে। প্রার্থীরা আগামী ৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। 

পদের নাম: লাইন ক্রু লেভেল-১ (চুক্তিভিত্তিক) 

পদসংখ্যা: ৫৯০টি (নিয়োগ প্রদানকালে সংখ্যা কমবেশি হতে পারে)। 

বেতন: ২৫,০০০ টাকা। 

বয়সসীমা: ৩ জুন ২০২৩ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জারদের লাইন ক্রু হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স ২৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগের প্রার্থীদের আবেদনের সুযোগ নেই। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জারদের মধ্যে শুধু বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

শারীরিক যোগ্যতা: সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। বিদ্যালয়ে শরীর চর্চাবিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

আবেদনের নিয়মাবলি: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি থেকে সংগ্রহ করতে পারবেন। আবেদন ফরম ডাউনলোড করে সংগ্রহ করতে হবে (পূরণযোগ্য প্রবেশপত্রসহ)। আবেদন ফরম A4 সাইজ কাগজে হতে হবে। লাইন/ক্রু/লেভেল-১ (চুক্তিভিত্তিক) পদে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি ও সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণির কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করতে হবে। 

আবেদন ফি: আবেদনের সঙ্গে ১০০ টাকা মূল্যমানের ক্রসড পোস্টার অর্ডার/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। 

সূত্র: বিজ্ঞপ্তি

তিন জেলায় নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, চলছে আবেদন

কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, কর্মস্থল ঢাকা

দুই ব্যাংকের পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

জাতীয় জাদুঘরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৮

কারা অধিদপ্তরের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৬

পেশাজীবীদের জন্য ১০টি প্রয়োজনীয় দক্ষতা

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরীক্ষার সূচি