কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) তিনটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৮ নভেম্বর বেলা আড়াইটায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির এইচআরএম অ্যান্ড অ্যাডমিনের উপমহাব্যবস্থাপক নিতীশ চন্দ্র দত্ত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আবেদনকারী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ করা হয়েছে। প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনপূর্বক যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
তিনটি পদ হলো: উপসহকারী প্রকৌশলী (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ও উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল)।