হোম > চাকরি

শিক্ষার্থীরা ঈদের ছুটি যেভাবে কাজে লাগাবে

এম এম মুজাহিদ উদ্দীন

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ বাড়িয়ে দেয় ঈদের ছুটি। এই ছুটির দিনগুলোয় দারুণ সব কাজ করে একদিকে যেমন নিজেকে এগিয়ে রাখা যায়, অন্যদিকে সময়ও আনন্দে কাটে। কীভাবে ছুটির দিনগুলো কাজে লাগাবেন, সেসব নিয়ে পরামর্শ দিয়েছেন এম এম মুজাহিদ উদ্দীন

যাব যাব করে হয়তো যাওয়া হয়নি প্রকৃতির নিসর্গের কাছে। এই ঈদের ছুটির দিনগুলোয় ঘুরে আসতে পারেন আপনার পছন্দের পাহাড়, সমুদ্র কিংবা ঝরনার কোলে। দূরে যাওয়ার টাকা নেই? তাতে কি! আপনার ক্যাম্পাস বা বাসার পাশেই রয়েছে ঐতিহাসিক কোনো জায়গা বা মনোরম পরিবেশ। সেখানে তো ঘুরে আসতেই পারেন।

ঝালিয়ে নিন কম্পিউটার দক্ষতা
বর্তমানে কম্পিউটার দক্ষতা কতটুকু প্রয়োজনীয় তা বলার অপেক্ষা রাখে না। তাই ছুটির দিনে কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইলাস্ট্রেটর, এডোবি ফটোশপ, ভিডিও এডিটিং প্রভৃতিতে দক্ষতা ঝালিয়ে নিতে পারেন। গুগল আর ইউটিউবে এই সবকিছু শেখার প্রচুর টিউটোরিয়াল রয়েছে। 

বাড়িয়ে নিন নেটওয়ার্ক 
বর্তমান সময় হলো নেটওয়ার্কিংয়ের। যার নেটওয়ার্ক যত বেশি তার সফলতার পথটাও তত সহজ হয়। আর যেকোনো কাজই খুব সহজে সমাধান করা যায়। ছুটির দিন হতে পারে নেটওয়ার্ক বাড়ানোর সহায়ক সময়। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সিনিয়র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিত্ব প্রমুখের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। 

প্রিয়জনদের প্রিয় সময়
ব্যস্ততার কারণে হয়তো পরিবারকে বা প্রিয় মানুষদের সময় দিতে পারেন না। এই ছুটির দিনগুলো হতে পারে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর উপযুক্ত সময়। তাই তাদের যথাসম্ভব চমৎকার কিছু সময় উপহার দেওয়ার চেষ্টা করুন। প্রাণখুলে গল্প করুন। 

অন্যের জন্য কিছু সময় 
আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন বলে আপনার প্রতি দেশ ও মানুষের কিছু চাওয়া-পাওয়া রয়েছে। তাই সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। ছুটির দিনগুলোয় এলাকায় ছোটদের পড়াতে পারেন, বৃদ্ধাশ্রমে গিয়ে একটু গল্প করে আসতে পারেন বা যেকোনো সমাজসেবামূলক কাজে অংশ নিতে পারেন। এতে অন্য মানুষও উপকৃত হবেন আর আপনিও আত্মতৃপ্তি পাবেন। 

দেখা হোক ভালো কিছু
রুটিনমাফিক জীবনাচরণের কারণে হয়তো আপনার বিখ্যাত ও শিক্ষণীয় কিছু মুভি দেখা হয়নি, দেখা হয়নি প্রয়োজনীয় ও শিক্ষণীয় ডকুমেন্টারি। এ ছাড়া জীবনে অনুপ্রেরণার জন্য অনুপ্রেরণাদায়ী ভিডিও দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এই ছুটির দিনগুলোয় এগুলো আপনি দেখে নিতে পারেন। একদিকে বিনোদনও পাবেন, অন্যদিকে সমৃদ্ধও হবেন। 

অবসরের সঙ্গী বই 
বিশ্ববিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষার্থী হতে হলে বিখ্যাত বা ভালো কিছু নন-একাডেমিক বই পড়তে হয়। ছুটির দিনগুলোয় আপনি পছন্দের বইগুলো পড়ে ফেলতে পারেন। এতে কিন্তু আপনার ছুটির দিনগুলো অর্থপূর্ণ ও আনন্দময় হয়ে উঠবে।

শখের সঙ্গে সখ্য
আমাদের সবারই কমবেশি শখ রয়েছে। ক্লাস, পরীক্ষা, টিউশনি প্রভৃতি কারণে শখের কাজগুলো সব সময় করা হয়ে ওঠে না। ছুটির দিনগুলোয় শখের কাজগুলোর সঙ্গে দারুণ সখ্য তৈরি করে নিতে পারি। 

এসিআই মটরসে চাকরি, ৩৮ বছরেও করা যাবে আবেদন

ঢাকায় নিয়োগ দেবে ওয়াটারএইড, বেতন ৯৪ হাজার টাকা

দুই জেলায় কর্মী নেবে আরএফএল, নেই বয়সসীমা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

ব্যাংক এশিয়া পিএলসিতে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৭৫ হাজার টাকা

সেলস অফিসার নেবে এসএমসি, থাকছে পারফরম্যান্স বোনাস

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদে পরীক্ষার সূচি, প্রার্থী ৬১১৩