হোম > চাকরি

সুপ্রিম কোর্টের মৌখিক পরীক্ষা শুরু ২১ জানুয়ারি

চাকরি ডেস্ক 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুইপার (পরিচ্ছন্নতাকর্মী) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে। ২১ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে এ পরীক্ষা শুরু হবে।

প্রতিষ্ঠানটির অতিরিক্ত রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারিখ অনুযায়ী প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীদের রোল নম্বর উল্লেখ রয়েছে। ৫ দিনব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১ হাজার ১৭৮ প্রার্থী অংশ নেবেন।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে খুদেবার্তা পাঠানো হয়েছে। পরীক্ষার্থীকে আবেদনপত্রটি এবং আবেদনপত্রে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা, কোটা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও অন্যান্য কাগজপত্রের মূলকপি এবং ১ সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

চাকরিরত প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি সনদ সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে রিপোর্ট করতে হবে।

পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষায় কোনো প্রকার অসদুপায় অবলম্বন বা প্রতারণা পরীক্ষার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার ফলসহ পরবর্তী নির্দেশনাসমূহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

তিন জেলায় নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, চলছে আবেদন

কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, কর্মস্থল ঢাকা

দুই ব্যাংকের পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

জাতীয় জাদুঘরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৮

কারা অধিদপ্তরের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৬

পেশাজীবীদের জন্য ১০টি প্রয়োজনীয় দক্ষতা

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরীক্ষার সূচি