হোম > চাকরি

বন অধিদপ্তরে ২৭৫ জনের চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন অধিদপ্তর ৯ ক্যাটাগরির ২৭৫টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোর জন্য আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। 

পদের নাম: ইঞ্জিন ড্রাইভার/ইঞ্জিন ম্যান 
পদ সংখ্যা: ১৩ 

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 
পদসংখ্যা: ১৩ 

পদের নাম: বেতারযন্ত্র চালক
পদ সংখ্যা: ৯ 

পদের নাম: উচ্চমান সহকারী 
পদসংখ্যা: ৩ 

পদের নাম: সারেং
পদ সংখ্যা: ১৫ 

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৬৯ 

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর 
পদ সংখ্যা: ৭ 

পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ২৯ 

পদের নাম: স্পিডবোট ড্রাইভার
পদ সংখ্যা: ১৭ 

গ্রেড: ১২-১৬ তম

বয়সসীমা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স ১৮-৩০ বছর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বেতারযন্ত্র চালক/ওয়ারলেস অপারেটর পদের জন্য শুধুমাত্র প্রতিরক্ষা বাহিনীর সিগন্যাল কোরের অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 

শর্তাবলি: কোনো সরকারি বা আধা সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা প্রদান করতে হবে। 

ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি। 
খ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। 
গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। 
ঘ) এতিম ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র (মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদসহ)। 
ঙ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারীকে আবেদনের সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। 
চ) সরকারি বা আধা-সরকারি সংস্থায় কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের NOC/প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে। 

আবেদন ফি: পদভেদে ২২৩ থেকে ৩৩৪ টাকা। 
আবেদন শুরু: ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরীক্ষার সূচি

ফরেন সার্ভিস একাডেমির পরীক্ষা ৫ ফেব্রুয়ারি, প্রার্থী ১০২

কর্মী নেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শুরু

তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ

বিজেএসসির অফিস সহায়ক পদের পরীক্ষার সূচি

কর্মক্ষেত্রে দ্বন্দ্ব নিরসনের কৌশল

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি