হোম > চাকরি

চাকরির সুযোগ দেবে পিজিসিএল

চাকরি ডেস্ক

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। প্রতিষ্ঠানটি তাদের ৪ ক্যাটাগরির পদে ১২ জনকে নিয়োগ দেবে। ১২ থেকে ১৬তম গ্রেডের এসব পদের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

পদের নাম: কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট
পদের সংখ্যা: ৬টি
বেতন স্কেল ও গ্রেড: ১১৩০০-২৭৩০০ টাকা (গ্রেড-১২) 
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস ও ইন্টারনেট পরিচালনায় সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ৬ মাসের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। 

পদের নাম: টেকনিশিয়ান
পদের সংখ্যা: ১টি
বেতন স্কেল ও গ্রেড: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩) 
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে কারিগরি বিষয়ে ডিপ্লোমা বা অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞ হতে হবে। 
বয়স: প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। 

পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
পদের সংখ্যা: ৪টি
বেতন স্কেল ও গ্রেড: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে অনূর্ধ্ব অষ্টম শ্রেণি পাস ও কারিগরি শিক্ষা বোর্ড বা ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, প্লাম্বার, ওয়েল্ডিং, গ্যাসের পাইপলাইন-সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেড বা সার্টিফিকেট কোর্স পাস হতে হবে।
বয়স: প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

পদের নাম: রেকর্ডকিপার
পদের সংখ্যা: ১টি
বেতন স্কেল ও গ্রেড: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) 
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ (এইচএসসি) সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বয়স: প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বয়স নির্ধারণ: প্রার্থীর বয়স ২০২৩ সালের ৩০ অক্টোবর সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন ফি: প্রার্থীকে অনলাইনে ফরম পূরণের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে ৩০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা এবং ২ থেকে ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা জমা দিতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এই ফি জমা দিতে হবে। 

আবেদনের প্রক্রিয়া: নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। আবেদন করতে সমস্যা হলে প্রার্থীরা টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে অথবা যেকোনো অপারেটর থেকে ০১৫০০১২১১২১ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া vas. query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের সময়সীমা: ১০ থেকে ৩০ অক্টোবর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত। 

সূত্র: বিজ্ঞপ্তি

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরীক্ষার সূচি

ফরেন সার্ভিস একাডেমির পরীক্ষা ৫ ফেব্রুয়ারি, প্রার্থী ১০২

কর্মী নেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শুরু

তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ

বিজেএসসির অফিস সহায়ক পদের পরীক্ষার সূচি

কর্মক্ষেত্রে দ্বন্দ্ব নিরসনের কৌশল

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি