হোম > চাকরি

বিজিবিতে সিপাহি পদে চাকরির সুযোগ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০০ তম ব্যাচে সিপাহি (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজিবিতে যোগ দিয়ে সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে পারেন আপনিও। 

পদের নাম: সিপাহি (জিডি) 

পদসংখ্যা: উল্লেখ নেই। তবে বাহিনীর জনবল হ্রাস বা বৃদ্ধির কারণে বিজিবি মহাপরিচালক জেলা কোটা কমবেশি করতে পারেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

জেলা কোটা: সব জেলা থেকে পুরুষ-নারী প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোটার সংখ্যা সীমিত। 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানে কমপক্ষে জিপিএ ৩ এবং এইচএসসিতে কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। 

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট উচ্চতা থাকতে হবে। 

পুরুষের ওজন ৮৯ দশমিক ৮৯৫ কেজি এবং নারী প্রার্থীর ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষের ক্ষেত্রে ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি এবং নারীদের ক্ষেত্রে ৪৩ দশমিক ৫৪৪ কেজি থাকতে হবে। 

পুরুষের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। 

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

বয়স: ১৮-২৩ বছর

বেতন: ৯,০০০-২১, ৮০০ টাকা। এ ছাড়া বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি অনুযায়ী অন্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। 

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ২২-৩১ জানুয়ারির মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ইংরেজিতে এসএমএস দিয়ে নিবন্ধন করতে হবে। 

ভর্তির তারিখ ও স্থান: প্রার্থীকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

আবেদন ফি: চার্জসহ ১১০ টাকা

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য: বিজিবির এই ওয়েবসাইটে পাওয়া যাবে। 

সূত্র: বিজ্ঞপ্তি

তিন জেলায় নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, চলছে আবেদন

কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, কর্মস্থল ঢাকা

দুই ব্যাংকের পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

জাতীয় জাদুঘরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৮

কারা অধিদপ্তরের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৬

পেশাজীবীদের জন্য ১০টি প্রয়োজনীয় দক্ষতা

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরীক্ষার সূচি