হোম > চাকরি

পাইলট ও ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস

পাইলট ও ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের এয়ারবাস এ৩৩০-এর জন্য এই জনবল নেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: ইনস্ট্রাক্টর/চেক পাইলট।
আবেদনের যোগ্যতা: কমপক্ষে এফইচ ৯ হাজার ঘণ্টা থাকতে হবে। পিআইসি ৪ হাজার ৫০০ ঘণ্টা থাকতে হবে। পিআইসি (এ৩৩০) ২ হাজার ঘণ্টা থাকতে হবে। এ ছাড়া ইনস্ট্রাক্টর বা চেক পাইলট হিসেবে কমপক্ষে ১ হাজার ঘণ্টা উড্ডয়ন করার অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ উড্ডয়ন অভিজ্ঞতা আবেদন করার ৯০ দিনের মধ্যে হতে হবে। 

পদের নাম: লাইন ক্যাপ্টেনস।
আবেদনের যোগ্যতা: কমপক্ষে ৮ হাজার ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হবে। পিআইসি ৪ হাজার ঘণ্টা হতে হবে। এ৩৩০-তে উড্ডয়ন অভিজ্ঞতা কমপক্ষে ১ হাজার ঘণ্টা থাকতে হবে। 

পদের নাম: ফার্স্ট অফিসার্স। 
আবেদনের যোগ্যতা: কমপক্ষে ৪ হাজার ঘণ্টা উড্ডয়ন ক্ষমতা থাকতে হবে। পিটুতে ৩ হাজার ঘণ্টা উড্ডয়ন করার সক্ষমতা থাকতে হবে। এ৩৩০-তে কমপক্ষে ১ হাজার ঘণ্টা উড্ডয়ন করার অভিজ্ঞতা থাকতে হবে। 

পদের নাম: এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (বি ১ ও বি২)।
আবেদনের যোগ্যতা: ইউরোপিয়ান অ্যাভিয়েশন সেফটি এজেন্সি কর্তৃক প্রদত্ত পার্ট ৬৬ বি১ বা বি২ সম্পন্ন করতে হবে। এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং লাইসেন্স থাকতে হবে। টিআরই এ৩৩০-৩০০ মডেলের এয়ারক্রাফটের মেইনটেন্যান্স-সংক্রান্ত কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

প্রার্থী ইঞ্জিন গ্রাউন্ড রান অথোরিটি কর্তৃক প্রশিক্ষিত হলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া এয়ারবাস ম্যানুয়াল ও মাইক্রোসফট অফিস সম্পর্কে জানাশোনা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহীদের আবেদন করতে সিভি পাঠাতে হবে ইমেইলের এই pilotjobs@usbair.com ও engineeringjobs@usbair.com ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩

সূত্র: বিজ্ঞপ্তি

এসিআই মটরসে চাকরি, ৩৮ বছরেও করা যাবে আবেদন

ঢাকায় নিয়োগ দেবে ওয়াটারএইড, বেতন ৯৪ হাজার টাকা

দুই জেলায় কর্মী নেবে আরএফএল, নেই বয়সসীমা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

ব্যাংক এশিয়া পিএলসিতে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৭৫ হাজার টাকা

সেলস অফিসার নেবে এসএমসি, থাকছে পারফরম্যান্স বোনাস

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদে পরীক্ষার সূচি, প্রার্থী ৬১১৩