বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ৫ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামীকাল ৩১ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির সচিব শ্রাবস্তী রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নমুনা সংগ্রহ সহকারী, ব্যক্তিগত সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর ও টেলিফোন অপারেটর বা অভ্যর্থনাকারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব পদের লিখিত পরীক্ষা আগামীকাল ৩১ মে একযোগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরীক্ষা ইডেন মহিলা কলেজে, নমুনা সংগ্রহ সহকারীর পরীক্ষা ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে এবং ব্যক্তিগত সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর ও টেলিফোন অপারেটর বা অভ্যর্থনাকারীর পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, ইতিমধ্যে পরীক্ষার সময়-সংক্রান্ত তথ্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রেরিত খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের অবহিত করা হয়েছে।