হোম > চাকরি

সহকারী মৎস্য কর্মকর্তা নেবে মৎস্য অধিদপ্তর

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য অধিদপ্তর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারেন।

পদের নাম: সহকারী মৎস্য কর্মকর্তা।

পদের সংখ্যা: ২৯টি।

গ্রেড: ১০।

বেতন: ২৫ হাজার ৫০০ টাকা।

বয়সসীমা: ২৫ মার্চ, ২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম বিএসসি পাস অথবা স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ফিসারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে মৎস্যবিজ্ঞানে ৪ বছরের ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। মৎস্যবিজ্ঞানে ৪ বছরের ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: প্রার্থীর জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও প্রশিক্ষণ, ব্যবস্থাপনা, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং পরিবীক্ষণ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আবেদনকারীকে প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র অফিস চলাকালীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, কক্ষ নং-৫১১, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন ফরম এবং প্রবেশপত্রের নমুনা পাওয়া যাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mofl.gov.bd)।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর, ২০২১ (বিকেল ৫টা)।

সূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট

কল সেন্টার এজেন্ট পদে চাকরি দেবে ট্রাস্ট ব্যাংক

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

সার্ভিস এক্সপার্ট পদে কর্মী নেবে ওয়ালটন

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে ৩৭ পদে নিয়োগ

নিয়োগকর্তার বিশ্বাস অর্জন করবেন যেভাবে

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে ৯ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

৪৬তম বিসিএস: বুধ ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

মধুমতি ব্যাংকে রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ