হোম > চাকরি

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩১৪০ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএস থেকে নিয়োগ দেওয়া হবে ৩ হাজার ১৪০ জন। এর আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায়। যা শেষ হবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। 

আজ বৃহস্পতিবার বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে দেখা যায়, এ বিসিএসে সবমিলিয়ে ক্যাডার পদ রাখা হয়েছে ৩ হাজার ১৪০টি। এর মধ্যে জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৪৮৯টি। আর টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ রয়েছে ২০৭৪টি। এ ছাড়া সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। 

এই বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। 

আগামী বছরের মার্চ মাসে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে ১০১ জনের চাকরি

ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে ৫৭ জনের চাকরির সুযোগ

৬ পদে চাকরি দেবে বয়লার পরিদর্শকের কার্যালয়

নিয়োগ দেবে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট

বম্বে সুইটসে চাকরির সুযোগ, ২০ বছরেই করা যাবে আবেদন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরীক্ষা ৯ জানুয়ারি

এটিইও পদের লিখিত পরীক্ষা স্থগিত

গণগ্রন্থাগার অধিদপ্তরের পরীক্ষার সূচি পরিবর্তন

যুব অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে দক্ষ শিক্ষক তৈরি করতে হবে