হোম > চাকরি

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২ ডিসেম্বর

আজকের পত্রিকা ডেস্ক­

সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের কারিগরি/পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ৪৪তম বিসিএস-২০২১ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের মৌখিক পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এর আগে গত ১৮ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর (১১ হাজার ৭৩২ জন) মৌখিক পরীক্ষা আবার নেওয়া হবে। এর আগে বিগত কমিশন ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়েছিল।

২০২২ সালের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন প্রার্থী অংশ নেন। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পাস করেন।

প্রিলিমিনারির পর পর গত ৩ এপ্রিল লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় মোট ১১ হাজার ৭৩২ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে, সাধারণ ক্যাডার ৫ হাজার ৩২৬ জন এবং বাকিরা সাধারণ এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে আবেদন করেছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর কোটা আন্দোলনের কারণে গত ২৫ আগস্ট ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। একই দিন স্থগিত করা হয় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রম। আর দীর্ঘদিন ধরে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও আটকে আছে।

এ ছাড়া ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা স্থগিত করে পিএসসি।

সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের প্রধানেরা পদত্যাগ করেন আবার কাউকে সরিয়েও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায়, গত ৮ অক্টোবর পিএসসির ওই সময়ের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেন। তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্যও ওই দিন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর পরদিন পিএসসির চেয়ারম্যান ও সভাপতি হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে পিএসসির আট সদস্যকে নিয়োগ দেওয়া হয়।

তাঁরা হলেন ডা. মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা, ড. নূরুল কাদির, ড. মো. নাজমুল আমীন মজুমদার, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, অধ্যাপক ড. এম সোহেল রহমান, ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

তিন জেলায় নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, চলছে আবেদন

কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, কর্মস্থল ঢাকা

দুই ব্যাংকের পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

জাতীয় জাদুঘরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৮

কারা অধিদপ্তরের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৬

পেশাজীবীদের জন্য ১০টি প্রয়োজনীয় দক্ষতা

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরীক্ষার সূচি