হোম > চাকরি

ঢামেকে ১০২ নিয়োগ, আবেদনের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আটটি ভিন্ন ভিন্ন পদে মোট ১০২ জনকে নিয়োগ দেবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। আগ্রহী যোগ্য প্রার্থীরা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো, মেডিকেল টেকনোলজিস্ট, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, গাড়িচালক, কার্পেন্টার, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ও অফিস সহায়ক। 

গত ২৬ জানুয়ারি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢামেক। বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৭৮ জন নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেওয়া হবে ১২ জনকে। মেডিকেল টেকনোলজিস্ট পদে পাঁচজন, গাড়িচালক ও ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে দুজন করে নিয়োগ পাবেন। এ ছাড়া সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং কার্পেন্টার পদে একজন করে জনবল নিয়োগ দেওয়া হবে। 

পদগুলোর জন্য আবেদনের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর কম্পিউটারে দক্ষতা ও কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সবগুলো পদেই অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সবগুলো পদেই জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীরা (http://dmc.teletalk.com.bd/) এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

এ নিয়োগ প্রসঙ্গে ঢামেকের প্রশাসন শাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে আমাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে, এ জন্য দ্রুতই এ পদগুলোতে নিয়োগ সম্পন্নের চেষ্টা করা হচ্ছে। তবে হাজার হাজার প্রার্থী থাকার কারণে এসব পদে পরীক্ষার প্রস্তুতি নিতে একটু বেশি সময় লেগে যায়। তারপরেও জুলাইয়ের মধ্যে পরীক্ষা সম্পন্নের চেষ্টা চলছে।

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২২ জনের চাকরি

ডাকের বিভাগের অধীনে বিভিন্ন পদের পরীক্ষার সূচি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ শিগগিরই

তিন জেলায় নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, চলছে আবেদন

কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, কর্মস্থল ঢাকা

দুই ব্যাংকের পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

জাতীয় জাদুঘরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৮