হোম > অপরাধ

সন্দেহবশত অপবাদ দেওয়া গুনাহ

ইসলাম ডেস্ক

মানুষকে অহেতুক সন্দেহ করা বড় গুনাহের কাজ। বিশেষ করে সন্দেহ করে উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে হেনস্তা করা বা আইন হাতে তুলে নেওয়া দেশীয় আইনেও বড় অপরাধ। ইসলামে এমন কাজের অনুমোদন নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, ‘হে মুমিনরা, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে দূরে থাকো।

নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো গুনাহের কাজ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অন্যের গিবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ বেশি তাওবা কবুলকারী, অসীম দয়ালু।’ (সুরা হুজরাত: ১২) 

ইসলামের শিক্ষা হলো, কোনো খবর এলে তা আগে যাচাই করে দেখা। কোনো কথা শোনার পর যাছাই না করে প্রচার করে দেওয়া মুমিনের কাজ হতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করো। অজ্ঞতাবশত কোনো গোষ্ঠীকে আক্রান্ত করার আগেই, (না হলে) তোমরা কৃতকর্মের জন্য লজ্জিত হবে।’ (সুরা হুজুরাত: ৬) রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সব শোনা কথা প্রচার করা ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (আবু দাউদ: ৪৯৯২) 

অনুমানের ওপর ভিত্তি করে কোনো ব্যক্তির সম্মানহানি করা এবং অপবাদে জর্জরিত করা মিথ্যাচারের শামিল। বিশেষ করে কোনো চরিত্রবান নারীর চরিত্রহনন করে অপবাদ দিলে ইসলামে তাকে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা সচ্চরিত্রবান-সরলমনা মুমিন নারীদের ব্যভিচারের অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য (আখেরাতে) রয়েছে মহাশাস্তি।’ (সুরা নুর: ২৩) 

আজ পবিত্র মক্কা-মদিনায় জুমা পড়াবেন যাঁরা

রমজানের প্রস্তুতি শুরু হোক রজব মাস থেকেই

নতুন বছরে মুমিনের আত্মসমালোচনা

দক্ষিণ ভারতের প্রাচীনতম ৩ মসজিদ

মুসলিম নারীর সৌন্দর্যচর্চায় হালাল নেলপলিশ

আজকের নামাজের সময়সূচি: ২৬ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের পোস্টে সুরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত

সফর শেষে নিজ দেশে ফিরে যে আমল করতেন নবীজি

অতিথিকে যেভাবে সম্মান করতে বলেছেন নবীজি (সা.)

যেসব দোয়ায় রয়েছে পরকালীন মুক্তি ও অসামান্য সওয়াব