হোম > ইসলাম

পরনিন্দা থেকে যেসব কারণে বেঁচে থাকা প্রয়োজন

ইসলাম ডেস্ক 

পরনিন্দা বা গিবত মারাত্মক পাপ। ছবি: সংগৃহীত

গিবত মানে হলো পরনিন্দা। সাধারণত কারও অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের কাছে উপস্থাপন করা হলো পরনিন্দা। ইসলামের দৃষ্টিতে এই পরনিন্দা বা গিবত মারাত্মক পাপ। পবিত্র কোরআন ও হাদিসে গিবত থেকে বেঁচে থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা কি জানো গিবত কী?’ সাহাবিরা বললেন, ‘আল্লাহ ও তাঁর রাসুলই অধিক ভালো জানেন।’

নবীজি বললেন, ‘তোমার ভাই তার সম্পর্কে যে কথা অপছন্দ করে সে কথা বলার নাম গিবত।’ সাহাবিরা জানতে চাইলেন, ‘আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে?’

রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তুমি যা বলেছ তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তুমি তার গিবত করলে। আর যদি না থাকে তাহলে তো তুমি তাকে অপবাদ দিলে।’ (মিশকাতুল মাসাবিহ: ৪৮২৮)

পবিত্র কোরআনে গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘হে মোমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক।’ (সুরা হুজুরাত: ১২)

গিবত সমাজে বিভাজন তৈরি করে। গিবতকারী দুনিয়াতেই অপদস্থ হবে বলে নবী করিম (সা.) সতর্ক করেছেন। হজরত আবু বারজা আসলামি (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘রাসুল (সা.) বলেছেন, ‘হে সেসব লোক; যারা কেবল মুখেই ইমান এনেছে কিন্তু ইমান অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গিবত করবে না ও দোষত্রুটি তালাশ করবে না। কারণ যারা তাদের দোষত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহও তাদের দোষত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারও দোষত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন। (সুনানে আবু দাউদ: ৪৮৮০)।

লেখক: মোহাম্মদ সাইফুল মিয়া
ইসলামবিষয়ক গবেষক

আজ পবিত্র মক্কা-মদিনায় জুমা পড়াবেন যাঁরা

রমজানের প্রস্তুতি শুরু হোক রজব মাস থেকেই

নতুন বছরে মুমিনের আত্মসমালোচনা

দক্ষিণ ভারতের প্রাচীনতম ৩ মসজিদ

মুসলিম নারীর সৌন্দর্যচর্চায় হালাল নেলপলিশ

আজকের নামাজের সময়সূচি: ২৬ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের পোস্টে সুরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত

সফর শেষে নিজ দেশে ফিরে যে আমল করতেন নবীজি

অতিথিকে যেভাবে সম্মান করতে বলেছেন নবীজি (সা.)

যেসব দোয়ায় রয়েছে পরকালীন মুক্তি ও অসামান্য সওয়াব