হোম > ইসলাম

আকস্মিক মৃত্যু থেকে বাঁচার দোয়া

আবরার নাঈম

মৃত্যু এক অনিবার্য সত্য। তা অবশ্যই আসবে। জন্মগ্রহণ করা প্রতিটি প্রাণী মৃত্যুবরণ করবে। মৃত্যুকে অস্বীকার করে ভূপৃষ্ঠে এমন কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এরপর আমারই কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে।’

(সুরা আনকাবুত: ৫৭) আল্লাহ তাআলা নবী (সা.)-কে সম্বোধন করে বলেন, ‘বলো, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছ, তা অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে।’ (সুরা জুমুআ: ৮) অন্যত্র এরশাদ হয়েছে, ‘তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পেয়ে যাবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো।’ (সুরা নিসা: ৭৮)

মৃত্যু তো অবশ্যম্ভাবী। মৃত্যু থেকে পালিয়ে বেড়ানো বোকামি। মুমিনের জন্য মৃত্যু সবসময় কল্যাণকর। তবে মৃত্যু যেন হয় ইমান নিয়ে। আকস্মিক মৃত্যু পৃথিবীর কারও কাম্য নয়। যেমন আগুনে পুড়ে, পানিতে ডুবে, মাটিচাপা পড়ে বা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দুঃখজনক ব্যাপার। মহানবী (সা.) এমন মৃত্যু থেকে পানাহ চেয়েছেন। এমন মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে আকুতি জানিয়েছেন। তিনি দোয়াও শিখিয়ে দিয়েছেন উম্মতকে।

হজরত আবুল ইয়াসার (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) দোয়া করতেন, ‘হে আল্লাহ, আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই, আশ্রয় চাই গহ্বরে পতিত হয়ে মৃত্যুবরণ থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতিবার্ধক্য থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে, আমি আশ্রয় চাই আপনার পথে যুদ্ধ থেকে পলায়নপর অবস্থায় মৃত্যুবরণ করা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ থেকে।’ (আবু দাউদ: ১৫৫২) 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

আজকের নামাজের সময়সূচি: ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

প্রিয়জনের মৃত্যুতে শোক পালনে ইসলামের নির্দেশনা

ইসলাম ও মুসলমানদের স্বার্থরক্ষায় খালেদা জিয়ার অনন্য কিছু উদ্যোগ

কারও মৃত্যুর সংবাদ শুনলে যে দোয়া পড়বেন

শীতকালে কখন তায়াম্মুম করা যাবে, কখন যাবে না

আজকের নামাজের সময়সূচি: ৩০ ডিসেম্বর ২০২৫

মক্কা-মদিনায় এক মাসে প্রায় ৭ কোটি মুসল্লির সমাগম

যাদের জন্য রয়েছে জাহান্নামের সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি: ২৯ ডিসেম্বর ২০২৫