হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জাতিসংঘের সদর দপ্তরের সামনে থাকা অস্ত্রধারীকে ৩ ঘণ্টার চেষ্টায় আটক

জাতিসংঘের সদর দপ্তরের সামনে থাকা অস্ত্রধারী এক ব্যক্তিকে তিন ঘণ্টার চেষ্টায় আটক করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁকে ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে আটক করা হয়। এর আগে অস্ত্রধারী ওই ব্যক্তি জাতিসংঘের সদর দপ্তরের সামনে অবস্থান করেন। সতর্কতার অংশ হিসেবে সদর দপ্তরের চারপাশের রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নিউইয়র্ক পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ওই ব্যক্তি এখন পুলিশের হেফাজতে রয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি ভিডিওতে অস্ত্রধারী ওই ব্যক্তিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দেখা গেছে। 

আইন প্রয়োগকারী এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওই ব্যক্তি ঘটনাস্থলেই জাতিসংঘকে দায়ী করে বিবৃতি দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, জাতিসংঘ বিশ্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 

আটক অস্ত্রধারী ব্যক্তি ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে গেছেন। নোটবুকগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই অস্ত্রধারী ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। 

নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র বলেছেন, অস্ত্রধারী ওই ব্যক্তির বয়স ষাটের কাছাকাছি। 

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সশস্ত্র ওই ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ। তিনি দীর্ঘ সময় ধরে অস্ত্র হাতে ফুটপাতে হাঁটাচলা করেন।      

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প